সংক্ষিপ্ত
সাংবাদিকের রহস্যমৃত্যু! ঠিকাদারের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে মৃতদেহ উদ্ধার
ছত্তিশগড়ের এক ঠিকাদারের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে ২৮ বছর বয়সী এক সাংবাদিকের মৃতদেহ উদ্ধার হয়। গত ৩ জানুয়ারি বিজাপুর জেলা থেকে স্থানীয় একটি নিউজ চ্যানেলে কর্মরত মুকেশ চন্দ্রকরের মৃতদেহ উদ্ধার হয়।
১ জানুয়ারি রাত থেকে নিখোঁজ মুকেশ ঠিকাদার সুরেশ চন্দ্রকরের বিরুদ্ধে তদন্ত করে বস্তারে ১২০ কোটি টাকার একটি সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ এনেছিলেন। এই ঘটনা উন্মোচন সরকারকে ঠিকাদারের কার্যকলাপের তদন্ত শুরু করতে প্ররোচিত করেছিল।
গত ৩ জানুয়ারি ছত্তনপাড়ায় সুরেশের বাড়ির চত্বরে জলের ট্যাঙ্কের ভিতর থেকে মুকেশের দেহ উদ্ধার হয়।
নির্যাতিতার ভাই জানিয়েছেন, "১ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন মুকেশ। আমরা ব্যবস্থা নিয়েছি, সিসিটিভি ফুটেজ স্ক্যান করেছি এবং তার শেষ অবস্থানটিও খুঁজে পেয়েছি। আজ সন্ধ্যায় একটি ট্যাঙ্কের ভিতর থেকে মুকেশের মৃতদেহ উদ্ধার হয়।
এখনও পর্যন্ত সুরেশ চন্দ্রকরের ভাই দীনেশ চন্দ্রকর ও রীতেশ চন্দ্রকর-সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সুরেশ পলাতক। ঠিকাদার চক্রের লোকজন-সহ বেশ কয়েকজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।"