দ্য এলিফ্যান্ট হুইস্পারের কাহিনির নায়ক মাহুত দম্পতি পুম্মান ও বেল্লি, একান্ত সাক্ষাৎকারে কী বললেন বেল্লি

জঙ্গলের মধ্যে তারা মাতৃহারা। আর এমনই জন্তু-জানোয়ারদের লালন-পালন করে বড় করে তোলাটাই কাজ মাহুত দম্পতি পুম্মান ও বেল্লির। মদুমালাই রিজার্ভ ফরেস্টে তাই এখন অস্কার জয়ের আনন্দ। 

/ Updated: Mar 13 2023, 08:35 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

অস্কারের মঞ্চে সেরা তথ্যচিত্রের সম্মান পেয়েছে দ্য এলিফ্যান্ট হুইস্পারস। এই তথ্যচিত্রের পিছনে যারা রয়েছেন তারা হলেন এক মাহুত দম্পতি পুম্মান-বেল্লি এবং দুই হস্তিশাবক রঘু  ও বোম্মি। মদুমালাই রিজার্ভ ফরেস্টের মাহুত দম্পতি পুম্মান ও বেল্লি এই কাজ করছেন ২০১৭ সাল থেকে। ২০১৮ সালে সত্যমঙ্গলমের জঙ্গলে দুই হস্তিশাবককে উদ্ধার করেন বনকর্মীরা। এই দুই হস্তিশাবকই মা-দের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। প্রথম হস্তিশাবকটির নাম দেওয়া হয় রঘু এবং তাকে উদ্ধার করা হয়েছিল থেনকানি নামে একটি জায়গা থেকে। অন্য হস্তিশাবকটির নাম দেওয়া হয়েছল বোম্মি। বোম্মিকে সত্যমঙ্গলম জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছিল। এই দুই হস্তিশাবককে বাবা-মা-র স্নেহে লালন-পালন করেন পুম্মান ও বেল্লি। যার ফলে দুই হস্তিশাবককের সঙ্গে এক অসামান্য সম্পর্ক তৈরি হয়ে যায় তাঁদের। পুম্মান ও বেল্লি-র সঙ্গে রঘু ও বোম্মি-এর এই সম্পর্কের কথাই তুলে ধরেছে দ্য এলিফ্যান্ট হুইস্পারস।