কিস্তিতে মিটিয়ে দেওয়া হবে বকেয়া ডিএ! পুজো মিটতেই নয়া ঘোষণা করল রাজ্য সরকার
বহু অপেক্ষার পর ডিএ বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের পথে হেঁটে ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। যদিও মিটল না কেন্দ্রের সঙ্গে ফারাক। তবু খুশি রাজ্যের সরকারি কর্মীরা। কিস্তিতে বকেয়া ডিএ মেটানোর উদ্যোগ রাজ্যের।

কেন্দ্রের দেখানো পথে হাঁটবে রাজ্য। এল বড় সুখবর। সম্প্রতি সরকারি কর্মীদের তিন শতাংশ ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করেছে কেন্দ্র সরকার।
এতদিন তাদের প্রাপ্ত ডিএ-র পরিমাণ ছিল ৫০ শতাংশ। এবার আরও তিন শতাংশ বাড়ায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএ পৌঁছেছে ৫৩ শতাংশে।
এই আবহেই কেন্দ্রের পথে হেঁটে তিন শতাংশ মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার (State Government)। খুশির আবহাওয়া রাজ্যে।
সম্প্রতি ডিএ (DA) বৃদ্ধি করেছে রাজ্য সরকার। পাশাপাশি বকেয়া ডিএয়ের (এরিয়ার) টাকাও মিটিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
তবে বলা হয়েছে এরিয়ারের টাকা চারটি কিস্তিতে পাবেন পাবেন না রাজ্য সরকারি কর্মচারীরা।
আসলে উৎসবের আবহেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গত রবিবার সাংবাদিক বৈঠক থেকে ডিএ বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘যেমন কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিয়ারনেস অ্যালোওয়েন্স এবং পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ বৃদ্ধির যে ঘোষণা করেছে, সেটার পথে হেঁটেই এবার রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ, ডিআর তিন শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
উল্লেখ্য, এতদিন অসমের রাজ্য সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৫০ শতাংশ হারে ডিএ পেতেন। অর্থাৎ কেন্দ্রের সমান।
এবারে ৩ শতাংশ ভাতা বাড়িয়ে তার পরিমাণ ৫৩ শতাংশ করা হল। যা ২০২৪ সালের জুলাই থেকে কার্যকর হবে।
এদিকে ‘এরিয়ার’-ও প্রদান করার কথা জানানো হয়েছে। জুলাই, অগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবরের ডিএ এবং ডিআর চারটি কিস্তিতে প্রদান করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।
ডিসেম্বর মাস থেকে এরিয়ার দেওয়া হবে। আগামী বছর জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসে বকেয়া মহার্ঘ ভাতার টাকা দেওয়া হবে।