Tiranga Yatra : সোফিয়া ও ব্যোমিকার নামে তেরঙ্গা যাত্রা, নারীর শক্তিকে কুর্নিশ

Tiranga Yatra Kashmir : অপারেশন সিঁদুর সাহসিকতার জন্য কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ব্যোমিকা সিংয়ের সম্মানে জম্মু ও কাশ্মীরের ডোডায় একটি তেরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়। এই যাত্রায় মহিলাদের ব্যাপক অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত

Share this Video

Tiranga Yatra Kashmir : অপারেশন সিঁদুরে সাহসিকতা প্রদর্শনকারী ভারতের দুই বীর মহিলা সামরিক অফিসার, কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ব্যোমিকা সিং-কে সম্মান জানাতে জম্মু ও কাশ্মীরের ডোডায় অনুষ্ঠিত হল এক বিশেষ তেরঙ্গা যাত্রা। বিপুল সংখ্যক মহিলার অংশগ্রহণে এই যাত্রা নারীর ক্ষমতায়নের প্রতীক হয়ে ওঠে। জনতা এই দুই সাহসী সেনা অফিসারকে দেশের গর্ব হিসেবে উল্লেখ করে জানায়, তাঁরা ভারতের শক্তি ও সাহসিকতার মূর্ত প্রতীক। দেশজুড়ে তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে এমন যাত্রার আয়োজন চলছে।

Related Video