সংক্ষিপ্ত

দলীয় সূত্রে জানা গেছে, সুবল ভৌমিক রাজ্য সভাপতি থাকাকালীন যারা দল থেকে সরে গিয়েছিলেন, তাঁদের আবার দলে ফিরিয়ে আনা হয়েছে। 

আসন্ন ২০২৩ সালেই ত্রিপুরায় আয়োজিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। তার ঠিক দু'মাস আগে ত্রিপুরায় নিজেদের পূর্ণাঙ্গ রাজ্য কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। তৈরি করা হল ব্লক কমিটিও। এই ক্ষেত্রেই এবার বেশ বড়সড় দায়িত্ব পেলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

ত্রিপুরায় ঘাসফুল শিবিরের স্টেট ইনচার্জ অর্থাৎ রাজ্য কমিটির দায়িত্বে রাখা হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে। রাজ্য সভাপতি পদে রয়েছেন পীযূষ কান্তি বিশ্বাস। নির্বাচনী কমিটিতে থাকছেন সুস্মিতা দেব ও আশিষ লাল সিং। নির্বাচন পরিচালনা সংক্রান্ত কমিটিও ঘোষণা হল শুক্রবার।

দলীয় সূত্রে জানা গেছে, সুবল ভৌমিক রাজ্য সভাপতি থাকাকালীন যারা দল থেকে সরে গিয়েছিলেন, তাঁদের আবার দলে ফিরিয়ে আনা হয়েছে। এর মধ্যে অবশ্যই উল্লেখযোগ্যভাবে রয়েছে আশিষ লাল সিংহের নাম। সবাইকে নিয়ে মোট ১১১ জন স্থান পেয়েছেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটিতে।

ইতিমধ্যেই ত্রিপুরায় বিধানসভা ভোটের প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল। আমবাসা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষকান্তি বিশ্বাসের উপস্থিতিতে চলতি সপ্তাহের বুধবারই ত্রিপুরার ধলাই জেলার আমবাসায় মিছিল ও জনসভা করে ঘাসফুল শিবির। আমবাসা তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিল শেষ হওয়ার পর এক জনসভারও আয়োজন করে জোড়াফুল শিবির।


 

উক্ত জনসভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তনু সাহা সহ অন্যান্য নেতৃত্বরা।

এই প্রসঙ্গে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস রাজ্য সভাপতি পীযূষকান্তি বিশ্বাসের বক্তব্য, "আজ আমবাসায় যুবকদের যে উপস্থিতি এবং উৎসাহ উদ্দীপনা, তাতে পরিষ্কার বিজেপি সরকার চলে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস সরকার গড়ার কারিগর হবে এবং আমি বিশ্বাস করি, বিজেপির পতন হচ্ছে। সরকার আমরা গড়ছি, আমরাই কারিগর হব।"


আরও পড়ুন-
শিলিগুড়ি থেকে গ্রেফতার পাকিস্তানি জঙ্গিদের গুপ্তচর, এই মেধাবী ছাত্র ছিলেন বিহারের কলেজে স্নাতক স্তরের পড়ুয়া
হলদিয়ায় শ্রমিক কমিটির শীর্ষ নেতৃত্বে ঋতব্রতর নাম ঘোষণা করলেন কুণাল, পুলিশের উদ্দেশে দিলেন হুঁশিয়ারি
পুরুলিয়ায় আবাস যোজনা নিয়ে মানুষের ক্ষোভের মুখে চন্দ্রিমা ভট্টাচার্য, দায়ী করলেন কেন্দ্র সরকারের বিলম্বকেই