Viral Video: বোরিং সময় কাটাতে ট্রাফিক সিগনালে গান অটো চালকের, প্রশংসা নেটপাড়ায়
অটোই তাঁর রোজগার, অটোই তাঁর অনুষ্ঠান মঞ্চ। সিগনালে দাঁড়িয়ে থাকার বোরিং সময় যাত্রী এবং আশপাশের মানুষের জন্য খানিক রঙিন করে দেন মুম্বইয়ের অটোচালক সত্যবান।
অটোই তাঁর রোজগার, অটোই তাঁর অনুষ্ঠান মঞ্চ। সিগনালে দাঁড়িয়ে থাকার বোরিং সময় যাত্রী এবং আশপাশের মানুষের জন্য খানিক রঙিন করে দেন মুম্বইয়ের অটোচালক সত্যবান। ক্যারিওকে গানের সুরে নিজের গলা বসিয়ে দেন অনায়াসে। উড়ে আসে প্রশংসা এবং হাততালি। কমেডিয়ান সময় রায়না মুম্বইয়ের এই অটো চালকের ভিডিয়ো পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়। তার পর থেকেই প্রশংসায় ভাসছেন সত্যবান। দেখুন ভাইরাল ভিডিও।