- Home
- India News
- আলৌকিক উদ্ধারকাজ: নিশ্চিত মৃত্যুর হাতে থেকে বেঁচে আসার সেরা ১০টি হাড়হিম করা ঘটনা রইল ছবিতে
আলৌকিক উদ্ধারকাজ: নিশ্চিত মৃত্যুর হাতে থেকে বেঁচে আসার সেরা ১০টি হাড়হিম করা ঘটনা রইল ছবিতে
- FB
- TW
- Linkdin
উরুগুয়ে এয়ারফোর্স ফ্লাইট ৫৭১ দুর্ঘটনা
১৯৭২ সালের ১৩ আগস্ট, চালকের ভুলে বিমানটি কুরিকোতে পৌঁছানোর বদলে পাহাড়ে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে পড়ে। দুটি ডানা আর লেজের অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পরই তিন যাত্রীর মৃত্যু হয়। বিমানে ছিল ৪৫ জন যাত্রী। বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে চিলি সীমান্ত পেরিয়ে পশ্চিম আর্জেন্টিনার আন্দিজে। হিমবাহে মধ্যে পড়ায় উদ্ধারকারী বিমান একাধিকবার টহল দিয়ে উদ্ধার করতে পারেনি। প্রবল চোট আর প্রবল ঠান্ডার কারণে আরও ১৩ যাত্রীর মৃত্যু হয়। বাকিদের উদ্ধার করা হয়েছিল ৭২ দিন পরে।
১৮৩ ঘণ্টা পরে উদ্ধার
তুরস্কের ভূমিকল্পের ধ্বংসস্তূপের আরও একটি উদ্ধারকাজ গোটা বিশ্বের নজর কেড়েছিল। কারণ ধ্বংসস্তূপের মধ্যেই ১৩ বছরের একটি বালক আর দুই মহিলা বেঁচে ছিলেন। তাঁদের উদ্ধার করে দীর্ঘ সময় পরে।
থাইল্যান্ড গুহা থেকে উদ্ধার
সালটা ২০১৮। জুনিয়র অ্যাসোসিয়েশন ফুটবল দলতে উত্তর থাইল্যান্ডের চিয়াং রাই প্রদেশের থাম লুয়াং নাং নন গুহা থেকে উদ্ধার করা হয়েছিল। ১১-১৬ বছর বয়সী ১২ জন ফুটবোলার ও তাদের ২৫ বছর বয়সী কোচ অনুশীলনের পর কৌতুহলবসত গুহায় প্রবেশ করেছিলেন। তারপরই গুয়ায় আচমকা জল ঢুকে প্লাবিত হয়। আটকে পড়ে তারা। ২৩ জুন থেকে ২ জুলাই পর্যন্ত গুহায় আটকে ছিল তারা। ব্রিটিশ ডুবুরি এসে উদ্ধার করে।
সিয়াচেনে সেনাদের উদ্ধার
তুষার ধরে সিয়াচেনে দায়িত্বপ্রাপ্ত ভারতীয় সেনা জওয়ানরা ২৫ ফুট নিচে চাপা পড়ে গিয়েছিল। দুর্ঘটনার প্রায় ৬ দিন পরে তাদের সেখান থেকে উদ্ধার করা হয়। আহত ও অসুস্থ থাকলেও অলৌলিককভাবে বেঁচে গিয়েছিল অনেকেই। উদ্ধার হয়েছিল নয়টি নিথর দেহ।
কুয়ো থেকে উদ্ধার প্রিন্স
সালটা ছিল ২০০৬। পাঁচ বছরের এক শিশুর জন্য গোটা দেশ এক হয়ে প্রার্থনা করেছিল। ঘণ্টার পর ঘণ্টা টিভির সামনে বসেছিল। তার নাম প্রিন্স। হরিয়ানার কুরুক্ষেত্রের প্রিন্স কুমার রাতারাতি স্টার হয়ে উঠেছিল। কারণ সে ৬০ ফুট গভীর কুঁয়োতে পড়ে যায়। জীবনী শক্তি আর অসীম সাহসের কারণে দ্বিতীয় জীবনে ফিরে পায়। তবে তাঁকে উদ্ধারের সব কৃতিত্ব কিন্তু সেনা বাহিনীর। ৪৮ ঘণ্টা ধরে যুদ্ধ করে যমের হাত থেকে ছিনিয়ে নিয়ে এসেছিল প্রিন্সকে।
হাডসন নদীতে মার্কিন বিমান
বিশ্বের বিমান দুর্ঘটনার ইতিহাসে অন্যতম দুর্ঘটনা। ২০১৯ সালের ১৫ জানুয়ারি এক ঝাঁক পাখির সঙ্গে ধাক্কা খেয়ে বিমানটির ইঞ্জিন বিকল হয়। বিমান চালক হাডসন নদীতে অবতরণ করেম বিমানটিকে। ১৫৫ যাত্রীকে দ্রুত উদ্ধার করা হয়। একজনই আহত হয়েছিল। পাখির ধলের সঙ্গে ধাক্কা লাগা থেকে শুরু করে নদীতে মানান পর্যন্ত মাত্র ৪ মিনিট সময় পেয়েছিলেন চালক।
অর্জুন বাজপেয়ী
উদ্ধার মাত্র ১৬ বছর বয়সে মাউন্ট এভারেস্ট জয়ের কৃতিত্ব তাঁর। কিন্তু সম্প্রতি নেপালের মাউন্ট অন্নপূর্ণা ক্যাম্প থেকে উদ্ধার হওয়া পাঁচ জন পর্বত আরোহীর মধ্যে ছিলেন তিনি। পর্যাপ্ত ব্যবস্থা না থাকার জন্য তাঁরা ক্যাম্পেই অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে দ্রুত তাঁকে দিল্লিতে ফিরিয়ে আনা হয়।
চিলির খনি দুর্ঘটনা
২০১০ সালের চিলির খনি দুর্ঘটনা। তামা আর সোনার খনিতে ধসের কারণে প্রায় ৩৩ জন শ্রমিক তলিয়ে গিয়েছিল ৭০০ মিটার নিচে। খনির প্রবেশদ্বার থেকে ৫ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটেছিল। ৬৯ দিন পরে তাদের উদ্ধার করা হয়েছিল। নাসার সহযোগিতায় চিলি সরকার তিনটি ড্রিলিং রিগ দল উদ্ধারকাজ চালিয়েছিল।
তুরস্কের ভূমিকম্প: এনডিআরএফএর অলৌকিক উদ্ধার ৮ বছরে কন্যাকে
তুরষ্কের ভূমিকম্পে ভেঙে পড়া একটি বাড়ি থেকে ৮ বছরে একটি শিশু কন্যাকে উদ্ধার করেছিল ভারতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ধ্বংসস্তূপ থেকে এই উদ্ধার ছিল রীতিমত কঠিন। মেয়েটিও আশ্চার্যজনকভাবে ধ্বংসস্তূপে বেঁচে ছিল।
পিয়ালি বসাক
পিয়ালি যিনি পর্যাপ্ত অক্সিজেন ছাড়াই মাকালু পর্বতে আরোহন করেন তিনি ৮৪৮৫ মিটার উঁচু শৃঙ্গ জয়ের পর আঘাত পান। কিন্তু তাঁকে নামিয়ে আনার কাছ ছিল অত্যান্ত কঠিন। যদিও ৭৮০০ উচ্চতা থেকে তিন জন শেরপা দক্ষতার সঙ্গে তাঁকে উদ্ধার করেছিল। তারপর নেপালের হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থাও করা হয়।