- Home
- India News
- মিলল কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন, জেনে নিন অষ্টম পে কমিশনে ঠিক কত শতাংশ বেতন বাড়ছে সরকারি কর্মীদের
মিলল কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন, জেনে নিন অষ্টম পে কমিশনে ঠিক কত শতাংশ বেতন বাড়ছে সরকারি কর্মীদের
কেন্দ্রীয় মন্ত্রিসভা অষ্টম বেতন কমিশনের টার্মস অফ রেফারেন্স (TOR) অনুমোদন করেছে, যা ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। এই সিদ্ধান্তের ফলে প্রায় ৫০ লক্ষ কর্মচারী ও ৬৯ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন।

অষ্টম পে কমিশন ঘোষণা হওয়ার পর থেকে জল্পনা তুঙ্গে। কেন্দ্রীয় কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে নানান খবর মিলছে বহুদিন ধরে। ২০২৬ সাল থেকে কার্যকারী হওয়ার কথা অষ্টম বেতন কমিশন। এর দ্বারা বেতন বাড়বে কেন্দ্রীয় কর্মীদের। তেমনই বাড়বে পেনশনও। এবার এই অষ্টম বেতন কমিশন নিয়ে সামনে এল নয়া তথ্য।
এবার কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার অষ্টম বেতন কমিশনের জন্য টার্মস অফ রেফারেন্স (TOR) বা শর্তাবলী অনুমোদন করেছে। এই সিদ্ধান্তের ফলে প্রায় ৫০ লক্ষ কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও ৬৯ লক্ষ পেনশনভোগী সরাসরি উপকৃত হতে চলেছেন। আশা করা যাচ্ছে, আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে।
এদিকে আগেই তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন, কমিশন একটি অন্তর্বর্তীকালীন রিপোর্ট সরকারের কাছে পেশ করবে। চূড়ান্ত বাস্তবায়নের তারিখটি মূলত ১ জানুয়ারি, ২০২৬ থেকেই হবে বলে আশা করা হচ্ছে। এদিকে কমিশনকে রিপোর্ট দেওয়ার জন্য মোট ১৮ মাস সময় দেওয়া হয়েছে।
সদ্য অষ্টম বেতন কমিশন নিয়ে প্রকাশ্যে এল নয়া তথ্য। কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার অষ্টম বেতন কমিশনের জন্য টার্মস অফ রেফারেন্স (TOR) বা শর্তাবলী অনুমোদন করেছে। তবে, অষ্টম বেতন কমিশন কার্যকর হলে ঠিক কত শতাংশ বেতন বাড়বে তা এখনও জানা যায়নি। কারণ, কর্মীদের বেতন কতটা বাড়বে তা নির্ভর করে ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর। যা এখনও ঘোষণা হয়নি।
২০১৬ সালে সপ্তম বেতন কমিশন কার্যকর হওয়ার সময় এই ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭। এতে বেতন ৭ হাজার থেকে ১৮ হাজার টাকা হয়েছিল। আশা করা যাচ্ছে, এবারও সঠিক পরিমাণে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়লে নূন্যতম বেতন হবে ৫২ হাজার। এখনও ফিটমেন্ট ফ্যাক্টর ঘোষণা না হলেও মিলেছে কেন্দ্রীয় মন্ত্রীসভার অনুমোদন। যা ২০২৬ সাল থেকে কর্মীদের বেতন বৃদ্ধি নিশ্চিত করছে।

