মার্চ মাসে বিভিন্ন উৎসব ও সাপ্তাহিক ছুটিতে বেশ কয়েকদিন ব্যাংক বন্ধ থাকবে। এই ছুটির তালিকায় রয়েছে রবিবার, দ্বিতীয় শনিবার, চতুর্থ শনিবার, হোলিকা দহন, হোলি, ইয়াওসেং দিবস, শবে কদর, জামাআতুল বিদা, ঈদ-উল-ফিতর সহ বিভিন্ন আঞ্চলিক ছুটি।

মার্চ মাস জুড়ে রয়েছে নানান উৎসব। এই উপলক্ষ্যে বন্ধ থাকবে বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতর। তেমনই ছুটি থাকবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এই সবের সঙ্গে বন্ধ থাকবে ব্যাঙ্ক। আজ রইল ব্যাঙ্ক বন্ধের তালিকা। জেনে নিন কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক। রইল তালিকা।

২ মার্চ, রবিবার দেশের সব ব্যাঙ্ক বন্ধ থাকে।

৭ ও ৮ মার্চ, শুক্রবার এবং শনিবার ব্যাঙ্ক বন্ধ। চাপচর কূট উৎসব উপলক্ষে এই দুই দিন আইজলে ব্যাঙ্ক বন্ধ।

৯ মার্চ শনিবার দ্বিতীয় শনিবার উপলক্ষে এই দিনে দেশের সব ব্যাঙ্ক বন্ধ।

১৩ মার্চ বৃহস্পতিবার ব্যাঙ্ক বন্ধ। হোলিকা দহনের জন্য এই দিন পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, কেরল, হিমাচলপ্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৪ মার্চ শুক্রবার ব্যাঙ্ক বন্ধ। হোলি উৎসব উপলক্ষে গোটা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৫ মার্চ শনিবার ব্যাঙ্ক বন্ধ। ইয়াওসেং দিবসের জন্য এই দিনে ত্রিপুরা, ওড়িশা, বিহার, তামিলনাড়ু, মণিপুর, কর্নাটক, পাটনায় ব্যাঙ্ক বন্ধ।

১৬ মার্চ রবিবার ব্যাঙ্ক বন্ধ।

২২শে মার্চ শনিবার ব্যাঙ্ক বন্ধ। সেদিন চতুর্থ শনিবার এবং বিহার দিবস উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ। কিন্তু বিহার দিবসের কারণে বিহারের ব্যাঙ্ক বন্ধ।

২৩ মার্চ রবিবার দেশের সর্বত্র ব্যাঙ্ক বন্ধ।

২৭ মার্চ বৃহস্পতিবার শবে কদর উপলক্ষে এই দিনে জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ।

২৮ মার্চ শুক্রবার জামাআতুল বিদার কারণে শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ।

৩০ শে মার্চ রবিবার ব্যাঙ্ক বন্ধ।

৩১ মার্চ ঈদ-উল-ফিতর। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক উদের দিন ব্যাঙ্ক বন্ধ।

গোটা মাতে প্রায় ১৩ ব্যাঙ্ক বন্ধ থাকবে। হোলি, দোল, বিহার দিবস, শবে কদর, জামাআতুল বিদার, ঈদ-উল-ফিতর, ইয়াওসেং দিবস সহ নানান কারণে বিভিন্ন শহরের ব্যাঙ্ক বন্ধ থাকবে। দেখে নিন তালিকা। দরকারি কোনও কাজ করার আগে এই তালিকা দেখে নিন। তবে, বিভিন্ন রাজ্যের ছুটির তালিকা অনেক সময় ভিন্ন হয়। তাই আগে থেকে দেখে নিন।