গোয়ার শিরগাঁওয়ের লাইরাই দেবী মন্দিরের বার্ষিক শোভাযাত্রায় পদপিষ্টের ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার রাতে ভিড়ের মধ্যে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

গোয়ার শিরগাঁও মন্দিরে মর্মান্তিক ঘটনা! পদপিষ্ট হয়ে মৃত্যু হল অনেকের। ইতিমধ্যেই ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন।

শুক্রবার রাতে ওই মন্দিরের বার্ষিক শোভাযাত্রা উপলক্ষে বহু মানুষের জমায়েত হয়। ভিড়ের মধ্যেই তৈরি হয়ে যায় পদপিষ্ঠের পরিস্থিতি। অনেকে ভিড়ের ঠেলায় পড়ে যান, আর উঠতে পারেননি। আহতের সংখ্যা ৫০-এর বেশি।

এই প্রসঙ্গে উত্তর গোয়ার এসপি অক্ষত কৌশল সংবাদ সংস্থা ANI-কে ১৫ জন ভক্ত আহত হয়েছেন বলে জানিয়েছেন। ৬ জনের মৃত্যুর খবর জানিয়েছেন তিনিও। শিরগাঁওয়ের লাইরাই দেবী মন্দিরে শুক্রবার পদপিষ্টের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এসপি।