Mithun Chakraborty: ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে চাচাছোঁলা আক্রমণ বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর। কী বলেছেন তিনি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Mithun Chakraborty: বছর ঘুরলেই ছাব্বিশের নির্বাচন। তার আগে এখন থেকেই ভোটের প্রচারে ময়দানে নেমে পড়েছে শাসক-বিরোধী দুই পক্ষই। শনিবার আসানসোলের কুলটি থেকে এসআইআর নিয়ে রাজ্য সরকারের কড়া সমালোচনা করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সেই সঙ্গে বাংলাদেশ ইস্যুতে হিন্দুদের পাশে দাঁড়াতে সনাতনীদের একজোট হওয়ার বার্তাও দেন তিনি। 

কী বলেছেন মিঠুন চক্রবর্তী?

এদিন কুলটির সভা থেকে মিঠুন চক্রবর্তী বলেন, "অতো সহজ নয়, বাংলাকে বাংলাদেশ করে দেওয়া। শেষ রক্তবিন্দু দিয়ে আমরা বাংলাকে বাঁচাবো।" শনিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভার আলডি ফুটবল ময়দানে বিজেপির এক সভা থেকে এমনই হুঁশিয়ারি দিলেন মিঠুন চক্রবর্তী। পাশাপাশি, ২০২৬- এর নির্বাচনকে সামনে রেখে সনাতনীদের একজোট হওয়ার বার্তা শোনা গেলো মহাগুরুর গলায়।

বিজেপির কেন্দ্রীয় কর্মসমিতির সদস্য মিঠুন চক্রবর্তীর সঙ্গে এদিনের সভায় ছিলেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্য, কুলটি ও আসানসোল দক্ষিণ বিধানসভার দুই বিধায়ক ডাঃ অজয় পোদ্দার ও অগ্নিমিত্রা পাল, কৃষ্ণা প্রসাদ সহ বিজেপি জেলা নেতৃত্ব। 

মিঠুন বলেন, ‘’বাংলায় কোনও উন্নয়ন নেই। কল কারখানা নেই। না আছে শিক্ষা, না স্বাস্থ্য আছে এরাজ্যে। বলার মধ্যে আছে শুধু দুর্নীতি, আর দুর্নীতি। বর্তমান যা পরিস্থিতি, তা দেখে মনে হচ্ছে এটা যেন পশ্চিম বাংলা নয়। যেন তৈরি হয়েছে পশ্চিম বাংলাদেশ। এমন পরিস্থিতি তৈরি হয়েছে, হিন্দুদের ওপর আঘাত এলে এরাজ্যে প্রতিবাদ করতে পারবেন না।'' 

মিঠুন এদিনের সভায় সাফ বলেন, ‘’বিজেপি মুসলমানের বিরুদ্ধে নয়। মুসলমানদের মধ্যে যারা ভারতে থেকে এদেশের ক্ষতি করার চেষ্টা করছে তাঁদের বিরুদ্ধে।'' 

বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী আরও বলেন, ‘’সদ্য তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবীর বলেছিলেন, আমরা ৭০ শতাংশ । ৩০ শতাংশ হিন্দুকে কেটে নদীতে ভাসিয়ে দেবে। সেই হুমায়ুন এখন বলছে, মুখ্যমন্ত্রী এসব বলতে বলেছিলেন। ত হলে একবার ভাবুন রাজ্যের শাসক দলের কি অবস্থা।''

রীতিমতো হুঁশিয়ারি দিয়ে এদিনের সভা থেকে বর্ষীয়ান অভিনেতা বলেন, ‘’এতো সহজ নয় বাংলাকে বাংলা দেশ করে দেওয়া। শেষ রক্তবিন্দু দিয়ে আমরা বাংলাকে বাঁচাবো। কাশ্মীরে হিন্দু ব্রাহ্মণদের তাড়িয়ে দেওয়া হয়েছে। এখন যদি এসব এই রাজ্যে হয়। আমরা তাহলে কোথায় যাবো?'' 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।