ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দেশের রাজধানী এর মধ্যেই শুরু হল সংসদের অধিবেশন দ্বিতীয় দফার বাজেট অধিবেশন শুরু অধিবেশন চলবে ৩ এপ্রিল পর্যন্ত

ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রাজধানী দিল্লি। যদিও এখনও চাপা উত্তেজনা রয়েছে উত্তর-পূর্ব দিল্লি জুড়ে। তারমধ্যেই সোমবার থেকে সংসদে শুরু হল দ্বিতীয় দফায় বাজেট অধিবেশন। এবারের অধিবেশন দিল্লির হংসা নিয়ে সরগরম হয়ে উঠবে তার প্রমাণ মিলল অধিবেশন শুরু হওয়ার আগেই।

আরও পড়ুন: দলজিতের সঙ্গে তাজ দর্শন থেকে সাইকেলে চড়ে ভ্রমণ, ভারতীয়দের সৃজনশীলতায় মুগ্ধ ইভাঙ্কা

এদিন অধিবেশন শুরুর আগেই সংসদে গান্ধী মূর্তির পাদদেশে চোখে কালো কাপর বেঁধে ধর্নায় নামে তৃণমূল কংগ্রেস। দিল্লি হিংসার প্রতিবাদে চলে এই ধর্না কর্মসূচি। 

Scroll to load tweet…

শুধু তৃণমূল নয় এদিন দ্বিতীয় দফার বাজেট অধিবেশন শুরুর আগে সংসদ ভবন চত্বরে ধর্না দেয় আপ সাংসদরা। দিল্লির হিংসা প্রসঙ্গে হাতে প্ল্যাকার্ড নিয়ে চলে বিক্ষোভ প্রদর্শন।

Scroll to load tweet…

এবারের সংসদ অধিবেশনে দিল্লির বিষয়টি নিয়ে সব বিরোধী দল সরব হবে সেবষয়টি স্পষ্ট। উত্তর-পূর্ব দিল্লিতে অশান্তির ঘটনায় মৃতের সংখ্যায় প্রায় ৫০ কাছাকাছি। এছাড়া আহতের সংখ্যা সাড়ে তিনশোর বেশি। আগামী ৩ এপ্রিল পর্যন্ত চলবে এবারের সংসদ অধিবেশন। 

আরও পড়ুন: নাম বদলাচ্ছে 'মাদার ডেয়ারি', মিশে যাচ্ছে 'বাংলার ডেয়ারি'-র সঙ্গে

এর আগেই রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পেশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। এবার সংসদেও একই দাবিতে সরব হবে কংগ্রেস, জানিয়ে দিয়েছেন লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী। 

Scroll to load tweet…

সেই মত অধিবেশনের শুরুর দিনই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ চেয়ে গান্ধী মূর্তির পারদেশে ধর্নায় বসে কংগ্রেস। রাহুল গান্ধী ছাড়াও এই কর্মূসিচে অংশ নেন অধীর চৌধুরী, শশী থারুর সহ একাধিকং কংগ্রেস সাংসদ।