05:47 PM (IST) Feb 16
ভোটগ্রহণ শেষ, ইভিএম সংগ্রহ করতে রিসিভিং কেন্দ্রে নির্বাচনী কর্মীরা

ভোটগ্রহণ শেষ হওয়ার পর নির্বাচনী সামগ্রী ও ইভিএম সংগ্রহ করতে আগরতলার উমাকান্ত একাডেমিতে পোলিং কর্মীরা পৌঁছেছেন। নির্বাচনী সামগ্রী সংগ্রহের জন্য উমাকান্ত একাডেমিতে একটি রিসিভিং সেন্টার স্থাপন করা হয়েছে।

 

 

04:58 PM (IST) Feb 16
দুপুর ৩টে পর্যন্ত ত্রিপুরায় ভোট পরেছে ৬৯.৯৬ শতাংশ

নির্বাচন কমিশনের নথি অনুযায়ী দুপুর ৩টে পর্যন্ত ত্রিপুরায় ভোট পরেছে ৬৯.৯৬ শতাংশ।

04:44 PM (IST) Feb 16
বিজেপির হাতে দুই সিপিএম কর্মীর আক্রান্ত হওয়ার অভিযোগ

শান্তিরবাজার বিধানসভার কালাছড়াতে গন্ডগোল। বিজেপির হাতে দুই সিপিএম কর্মীর আক্রান্ত হওয়ার অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি

03:22 PM (IST) Feb 16
বিধানসভা নির্বাচনে ভোট দিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন

বিধানসভা নির্বাচনে ভোট দিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন। ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের আচার্য প্রফুল্ল চন্দ্র স্মৃতি বিদ্যামন্দিরে ভোট দিলেন তিনি 

02:59 PM (IST) Feb 16
বিধানসভা ভোটে রক্তাক্ত ত্রিপুরা, বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ

পুরনো আগরতলার খয়েরপুরের নাথপাড়ায় ভোটারদের 'বাধা'। লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। অন্যদিকে, খয়েরপুরে সিপিএম প্রার্থীর এজেন্টের গাড়ি ভাঙচুর, অভিযুক্ত শাসক দল বিজেপি। রাধাকিশোরপুরেও ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ সিপিএমের। গোমতি জেলার অমরপুরে বাম পোলিং এজেন্টকে বেধড়ক মারধর, অভিযুক্ত বিজেপি। বক্সনগরে সিপিএমের অঞ্চল সম্পাদকের উপর হামলার অভিযোগ। সিপিএম নেতার উপরে ধারাল অস্ত্র ও লাঠি নিয়ে হামলার অভিযোগ। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ ।

02:05 PM (IST) Feb 16
Tripura Election : বেলা ১টা পর্যন্ত ভোট পড়ল ৫১.৩৫ শতাংশ

নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, ভোট পড়েছে প্রায় ৫২ শতাংশের কাছাকাছি। 
 

 

01:26 PM (IST) Feb 16
Violation in Tripura Election: ত্রিপুরায় বাম নেতাকর্মীদের ওপর আক্রমণে ক্ষুব্ধ মানিক সরকার

ত্রিপুরা নির্বাচনে অশান্তি নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন মুখ্য়মন্ত্রী তথা সিপিএম নেতা মানিক সরকার। তিনি বলেন, “একাধিক জায়গায় ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছে না, রাস্তা আটকে রাখা হচ্ছে। কিন্তু মানুষ তাঁদের সর্বশক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভোটদাঁ অব্যাহত রাখার।"

 

 

12:37 PM (IST) Feb 16
Tripura Assembly Election 2023: প্রদ্যোত দেববর্মার হুমকি, নিশানায় বিজেপি

Tripura Election: ত্রিপুরার বিধানসভা নির্বাচনের মধ্যেই রীতিমত হুংকার ছাড়লের টিপরা মোথার প্রধান প্রদ্যোত মাণিক্য দেববর্মা। ভোটে জোট ও ঘোড়া কেনাবেচা সম্পর্কিত একটি প্রশ্নের উত্তরে তিনি বলেন, ত্রিপুরা বিধানসভা নির্বাচনে যদি তাঁর দল সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যার্থ হয় তাহলে রাজবাড়ির একটি অংশ বিক্রি করে প্রয়োজনে বিজেপি বিধায়কদের কিনে নেবেন। ২৫-৩০ জন বিজেপি বিধায়ক কিনতে পারবেন বলেও দাবি তাঁর।

11:55 AM (IST) Feb 16
Tripura Election 2023: ভোটে না লড়েও ত্রিপুরার রাজনীতিতে গুরুত্বপূর্ণ নাম মানিক সরকার

পাঁচ বছর আগে ক্ষমতা হারিয়েছেন। বিজেপির কাছে সিপিএম ধরায়াসী হওয়া ত্রিপুরার মসনদ হারাতে হয়েছিল মানিক সরকারকে। কিন্তু তারপরেও হারিয়ে যাননি। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মাটি কামড়ে পড়েছিলেন।

Read Full Story
11:51 AM (IST) Feb 16
Tripura Vote Percentage: সকাল এগারোটা পর্যন্ত ভোট পড়েছে ৩১.২৩ শতাংশ

নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, সকাল এগারোটা অবধি, অর্থাৎ, মোট ৪ ঘণ্টায় ভোট পড়ল ৩১.২৩ শতাংশ।
 

 

11:46 AM (IST) Feb 16
Tripura Election Update: ভোট দিলেন বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

সকাল ১১টা নাগাদ গোমতী কেন্দ্রে ভোট দিতে এলেন বিপ্লব । 
 

 

10:47 AM (IST) Feb 16
Tripura Vote 2023: ভোটদানে পিছিয়ে নেই তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ও

পশ্চিম ত্রিপুরার আরালিয়ার প্রতাপগড়ে ভোট দিলেন তৃতীয় লিঙ্গের ভোটাররা। 

10:40 AM (IST) Feb 16
Tripura Election News Today: সকাল ৯টায় ভোট ১৩.৬৯ শতাংশ

Tripura Election 2023: নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, রাজ্য জুড়ে সকাল ৭টা থেকে ৯টা, অর্থাৎ মাত্র ২ ঘণ্টায় ভোট পড়েছে মোট ১৩.৬৯ শতাংশ। 

10:38 AM (IST) Feb 16
Tripura Election Update: ভোট দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার

ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ভোট দিতে এলেন রাজ্যের প্রাক্তন বাম মুখ্যমন্ত্রী মানিক সরকার। 

10:06 AM (IST) Feb 16
PM Modi on Tripura Election 2023: 'রেকর্ড সংখ্যায় ভোট দিন', বার্তা প্রধানমন্ত্রীর

ত্রিপুরার বিধানসভা নির্বাচনে রেকর্ড ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার বিষয়ে আশাবাদী।

Read Full Story
10:04 AM (IST) Feb 16
Tripura Election: 'নির্ভয়ে ভোট দিন', বার্তা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে বৃহস্পতিবার ত্রিপুরার জনগণকে বিধানসভা নির্বাচনে ‘ভয় ছাড়াই’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং জোর দিয়ে বলেছেন যে, তাঁরা পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ।

10:02 AM (IST) Feb 16
Tripura Assembly Election 2023: ‘প্রগতিশীল সরকার গড়তে ভোট দিন’, ত্রিপুরার মানুষের উদ্দেশ্যে টুইট অমিত শাহ ও জেপি নাড্ডার
Read Full Story
09:48 AM (IST) Feb 16
ত্রিপুরায় ভোট পড়েছে ১২ শতাংশের বেশি

সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১২.৭৬ শতাংশ। জানিয়েছে নির্বাচন কমিশন। 

 

 

09:46 AM (IST) Feb 16
ত্রিপুরায় ভোটারদের সহযোগিতা সিআরপিএফ জওয়ানদের

ত্রিপুরায় ভোটারদের সহযোগিতা করছে সিআরপিএফ জওয়ানরা। বৃদ্ধ ও অসুস্থ ভোটারদের নিয়ে যাচ্ছে ভোটকেন্দ্রে। 

 

 

09:35 AM (IST) Feb 16
ত্রিপুরায় ক্ষমতা দখলের বিষেয় আশাবাদী মানিক সাহা

ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা মানিক সাহা নিজের ভোট দেওয়ার পরে রাজ্যের বিজেপি দ্বিতীয়ারের জন্য ক্ষমতা দখল করবে বলেও আশা প্রকাশ করেছেন। তিনি বলেন প্রার্থনা করেই বাড়ি থেকে বেরিয়েছেন। বিজেপি দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসবে। রাজ্যে এখনও পর্যন্ত ভোট শান্তিপূর্ণ হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন ত্রিপুরায় দল ভাল পারফরম্যান্স করবে এই বিষয়ে তিনি শতভাগ আশাবাদী। বিজেপি ত্রিপুরায় নিরঙ্কুশ সখ্যাগরিষ্টতা পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।