সংক্ষিপ্ত

দেশ জুড়ে ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্মঘটের ফলে প্রভাব পড়তে চলেছে ব্যাঙ্কগুলির পরিষেবায়।

সোমবার ও মঙ্গলবার টানা দুদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির একটি যৌথ ফোরাম (joint forum of central trade unions) দুদিন ব্যাপী (two day) ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে। দেশজুড়ে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ( all India Bank strike)। কেন্দ্রীয় সরকারের নীতি গোটা দেশের ব্যাঙ্ক কর্মীদের প্রভাবিত করবে, এই দাবি তুলে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে  অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। 

দেশের প্রতিটি ব্যাঙ্কিং সেক্টর এই ধর্মঘটে যোগ দেবে বলে জানানো হয়েছে। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ফেসবুকে জানিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির বাইশে মার্চ একটি বৈঠক হয়। তারপরেই দেশ জুড়ে ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্মঘটের ফলে প্রভাব পড়তে চলেছে ব্যাঙ্কগুলির পরিষেবায়। ব্যাঙ্ক ইউনিয়নগুলি সরকারি ব্যাঙ্কগুলিকে বেসরকারীকরণের সরকারের পরিকল্পনার পাশাপাশি ব্যাঙ্কিং আইন সংশোধনী বিল ২০২১-এর প্রতিবাদে ধর্মঘটে অংশ নিচ্ছে৷

আরও পড়ুন- বিশ্বের কোন ১০টি দেশে মজুদ রয়েছে সবথেকে বেশি সোনা, কোথায় দাঁড়িয়ে ভারত - জানেন কি

আরও পড়ুন- সরকারি এই খাতে ইনভেস্ট করলেই পাবেন ১০ লক্ষ টাকা, কীভাবে পাবেন জেনে নিন

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের জানিয়ে একটি বিবৃতি জারি করেছে যে ২৮ এবং ২৯ মার্চ ব্যাঙ্কিং পরিষেবাগুলি প্রভাবিত হতে পারে। সরকারের নীতিকে কর্মচারী বিরোধী আখ্যা দিয়ে সোমবার ও মঙ্গলবার দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে জয়েন্ট ফোরাম অফ সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এই ধর্মঘটে সমর্থন দিয়েছে। 

কর্মচারী সংগঠনগুলো বলেছে, কেন্দ্রীয় সরকারের কর্মচারীবিরোধী, কৃষকবিরোধী, জনতাবিরোধী ও দেশবিরোধী নীতির বিরুদ্ধে তারা এই ধর্মঘট করছে। সরকারী ব্যাঙ্কগুলির বেসরকারীকরণের বিরুদ্ধে ব্যাঙ্ক ইউনিয়নগুলি তাদের প্রতিবাদ জানাবে। সরকার ২০২১ সালের বাজেটে আরও দুটি সরকারি খাতের ব্যাঙ্কের বেসরকারীকরণের ঘোষণা করেছিল।

কয়লা, ইস্পাত, তেল, টেলিযোগাযোগ, ডাক বিভাগ এবং বীমা সংক্রান্ত কর্মচারীরাও এই ধর্মঘটে অংশ নিতে পারেন। এই ধর্মঘটকে সফল করতে রেল ও প্রতিরক্ষা দফতরের সঙ্গে যুক্ত কর্মচারী সংগঠনগুলো ব্যাপক প্রচারে নেমেছে। রেলওয়ে এবং প্রতিরক্ষা সেক্টরের ইউনিয়নগুলি সারা দেশে কয়েকশ স্পটে ধর্মঘটের সমর্থনে গণসংহতি তৈরি করবে। 

এদিকে, প্রতি মাসে ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। ইতিমধ্যে এপ্রিল মাসের ব্যাঙ্কের ছুটির (Bank Holiday List of April) তালিকা প্রকাশ করেছে তারা। জানা যাচ্ছে, আগামী মাসে মোট ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। কোন কোন দিন কি উপলক্ষ‍্যে ব্যাঙ্কের ছুটি থাকবে তা দেখে নেওয়া যাক। এই ছুটির তালিকায় রয়েছে প্রতি রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবারও। নতুন আর্থিক বর্ষের প্রথম দিন হল ১ এপ্রিল। আর সেই নতুন আর্থিক বর্ষের প্রথম দিনই ছুটি থাকবে ব্যাঙ্ক।