মঙ্গলবার ভোরে দিল্লির পীতমপুরা এলাকার একটি কার্ডবোর্ডের গুদামে ভয়াবহ আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে ২ জনের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন আহত হয়েছেন। দমকলের ৯টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার কারণ নিয়ে তদন্ত চলছে।
দিল্লির পীতমপুরা এলাকায় কার্ডবোর্ডের গুদামে ভয়াভয় আগুন। আগুন লেগে মৃত্যু হয়েছে অন্তত ২ জনের। মঙ্গলবার ভোরের দিকে উত্তর-পশ্চিম দিল্লির পীতমপুরা এলাকা আগুন লাগে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয়রা খবর দিলে সেখানে উপস্থিত হয় পুলিশ ও দমকল। দমকলের ৯টি ইঞ্জিন উপস্থিত হয়।
পুলিশ ও দমকল সূত্র খবর, পুরাতন পীতমপুরার বিকাশ নিকেতন সোসাইটির কাছে থাকা ওই গুদামে আগুন লাগে। দমকলের ৯ টি ইঞ্জিন ওই আগুন নিয়ন্ত্রণে আনে। সেখান থেকেই দুজনের দগ্ধ দেহ উদ্ধার হয়। আহতদের ভর্তি করা হয়েছে বাবু জগজীবন রাম মেমোরিয়াল হাসপাতালে। এখনও চলছে চিকিৎসা।
তবে, ঠিক কী কারণে আগুন লেগেছে তা নিয়ে চলছে তদন্ত। কর্তকর্তাদের মতে, রাত প্রায় ১টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসে ঘটনাটি জানানো হয়। এরপর একাধিক ফায়ার টেন্ডার ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে মোট ৫৪জন দলকলকর্মীকে মোতায়েন করা হয়েছিল। গুদামটির ভিতরে দাহ্য পদার্থ মজুত ছিল। সে কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনার পর গুদামটি পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানো হয়। এখন পর্যন্ত ২ টি দেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়নি। চলছে তদন্ত। এই ঘটনায় আরও ৩ জন আহত হন। হঠাৎ কী করে আগুন লাগল বা কীভাবে তা এত দ্রুত ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করল তা নিয়ে চলছে তদন্ত।
মঙ্গলবার ভোর রাতে দিল্লির পীতমপুরা এলাকায় কার্ডবোর্ডের গুদামে ভয়াভয় আগুন চাঞ্চল্য তৈরি করেছে সমস্ত এলাকায়। খুব দ্রুত এই আগুন ভয়ঙ্কর আকার নিয়েছিল। ঘটনাস্থলে ২ জন মারা যান। আর তিনজন গুরুতর আহত হন। আহতদের ভর্তি করা হয়েছে বাবু জগজীবন রাম মেমোরিয়াল হাসপাতালে। তারা সুস্থ হলে তদন্তে নতুন কিনারা মিলবে বলে আশা করছেন অনেকে। তবে, কী কারণে আগুন লেগেছে ও কীভাবে তা দ্রুত ভয়ঙ্কর আকার নিয়েছে তা জানতে চলছে জোড় তদন্ত।


