Pahalgam Terror Attack: পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত দুই লস্কর-ই-তৈবা বাড়ি উড়ে গেল বিস্ফোরণে। অনন্তনাগের বাসিন্দা আলিদ হুসেন ঠোকর আর আসিফ শেখের বাড়িপুরোপুরি ধ্বংসাবসেশেষ পরিণত হয়েছে।
পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত দুই লস্কর-ই-তৈবা বাড়ি উড়ে গেল বিস্ফোরণে। অনন্তনাগের বাসিন্দা আলিদ হুসেন ঠোকর আর আসিফ শেখের বাড়িপুরোপুরি ধ্বংসাবসেশেষ পরিণত হয়েছে। পহেলগাঁও হামলায় এই দুই জঙ্গি সক্রিয়ভাবে যুক্ত ছিল বলেও প্রাথমিক তদন্তের দাবি করেছে নিরাপত্তা রক্ষীরা।
সূত্রের খবর দুই জঙ্গির বাড়ি ঠাসা ছিল বিস্ফোরণে। সেখানেই কোনও কারণে আগুন লেগে যায়। ভয়ঙ্কর বিস্ফোরণ নয়। বিস্ফোরণের শব্দও শোনা যায় আশপাশ থেকে। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। দেখুন সেই ভয়ঙ্কর ভিডিওঃ
আদিল ঠোকর অনন্তনাগের বাসিন্দা। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই পহেলগাঁও হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান ভারতীয় আধিকারিকদের। এই হামলার ঘটনায় সে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল। আদিল ঠোকর পাকিস্তানে গিয়ে জঙ্গি প্রশিক্ষণও নিয়ে এসেছিল ২০১৭ সালে। অন্যদিকে অন্য অভিযুক্ত আসিফ শেষ হামলার ঘটনায় যুক্ত বলেও মনে করছে। বুধবারই জম্মু ও কাশ্মীর পুলিশ আদিল ঠোকর আর আশিফল শেখের স্কেক প্রকাশ করেছে। তাদের মাথার দাম ধার্য করেছে ২০ লক্ষ টাকা।
অন্য দুই জঙ্গি পাকিস্তানের নাগরিক বলেও অনুমান পুলিশের। তবে স্কেচ প্রকাশ করেছে।
সূত্রের খবর লস্কর জঙ্গি আসিফ ঠোকরের বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেয় নিরাপত্তারক্ষীরা। আর আসিফের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেয়। যদিও নিরাপত্তাবাহিনীর পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান হয়নি। কিন্তু জঙ্গি হামলা নিয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন কল্পনাতীত শক্তি দিয়ে জঙ্গিদের মোকাবিলা করা হবে। তার ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ করেছে নিরাপত্তা বাহিনী।


