Rajasthan School Collapse: ভারী বৃষ্টিতে রাজস্থানে বিপর্যয়। চোখের সামনে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Rajasthan School Collapse: একটানা মুষলধারা বৃষ্টিতে ভয়ঙ্কর বিপর্যয়। স্কুলের ছাদ ভেঙে মুহুর্তের মধ্যে প্রাণ হারাল অন্তত সাতজন পড়ুয়া। ঘটনায় আহত অন্তত ১৫ জন পড়ুয়া। শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের ঝালওয়াড়ে। জানা গিয়েছে, দুর্ঘটনাটি যখন ঘটেছে সেই সময় খুদে পড়ুয়ারা সবেমাত্র প্রার্থনা শেষ করে ক্লাসরুমে যাচ্ছিল। সেই সময়ই ঘটে যায় ভয়ঙ্কর এই দুর্ঘটনা। প্রাইমারি স্কুলের ছাদ ভেঙে প্রাণ হারায় সাতজন পড়ুয়া। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ১৫ জন।
সূত্রের খবর, গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে এমনিতেই চারিদিকে জল থইথই অবস্থা। তার মধ্যে রাজস্থানের ঝালওয়াড়ে পিপলোদি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ভেঙে পড়েছে। জানা গিয়েছে, ধ্বংসস্তুপের মধ্যে আটকে পড়া ছাত্রছাত্রীদের উদ্ধারে নেমেছে স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় পুলিশ-প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর লোকজন। জানা গিয়েছে, স্কুলবাড়িটি অন্তত ২০ বছরের পুরনো। এবং ছাদের স্লাব পাথরের হওয়ায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে সবাইকে।
এদিকে দুর্ঘটনা প্রসঙ্গে ঝালওয়াড়ের পুলিশ সুপারিটেনডেন্ট অমিত কুমার বলেন, ''ঘটনাস্থলেই চারজন পড়ুয়া মারা গিয়েছে। বাকি ১৭ জনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হলেও শেষরক্ষা হয়নি। তাঁদের মধ্যে আরও তিনজন প্রাণ হারিয়েছেন। বাকিরা এখনও ঝালওয়াড় হাসপাতালে চিকিৎসাধীন। মৃত পড়ুয়াদের প্রত্যেকের বয়স ১২-১৪ মধ্যে। তারা সবাই সপ্তম শ্রেণির পড়ুয়া ছিল।''
দুর্ঘটনার খবরে শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi News):-
বর্তমানে দ্বীপরাষ্ট্র মালদ্বীপ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রাজস্থানের স্কুলের দুর্ঘটনার খবর শুনে সেখান থেকেই এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন তিনি। বলেন, ''রাজস্থানের ঝালাওয়ারের একটি স্কুলে দুর্ঘটনাটি মর্মান্তিক এবং গভীরভাবে দুঃখজনক। এই কঠিন সময়ে আমার সমবেদনা ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রী এবং তাদের পরিবারের সঙ্গে রয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সকল সহায়তা প্রদান করা হবে।''
শুধু প্রধানমন্ত্রীই নয়। দুর্ঘটনার খবরে শোক প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাও। এদিন তিনি বলেন, ''আহত শিশুদের যথাযথ চিকিৎসা করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। ঈশ্বর যেন বিদেহী আত্মাকে তাঁর চরণকমল স্থানে স্থান দেন এবং শোকাহত পরিবারকে এই অপরিসীম শোক সহ্য করার শক্তি দান করেন।''
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


