Gujarat Hailstrom: গুজরাটে অপ্রত্যাশিত শিলাবৃষ্টি, অসময়ে শিল পড়তে দেখে তাজ্জব গুজরাটবাসী

শিলাবৃষ্টিতে অন্য ছবি গুজরাটে। শিলার কুচির সঙ্গে ঝুরো বরফে ঢাকল বিস্তীর্ণ এলাকা। আমেদাবাদ-রাজকোট হাইওয়ে ঢেকে গেল শিলা আর বরফের কুঁচিতে।

Share this Video

শিলাবৃষ্টিতে অন্য ছবি গুজরাটে। শিলার কুচির সঙ্গে ঝুরো বরফে ঢাকল বিস্তীর্ণ এলাকা। আমেদাবাদ-রাজকোট হাইওয়ে ঢেকে গেল শিলা আর বরফের কুঁচিতে। বেশ কিছু জায়গায় বড় বড় বরফের খণ্ডও পড়েছিল। আবহাওয়ার এই খামখেয়ালীপনায় কিছুটা হলেও হতবাক স্থানীয় বাসিন্দারা। অনেকেই আবার উচ্ছ্বাস প্রকাশও করেন।

Related Video