- Home
- India News
- Unified Pension Scheme: পয়লা বৈশাখের আগেই বিরাট সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য? বড় আপডেট
Unified Pension Scheme: পয়লা বৈশাখের আগেই বিরাট সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য? বড় আপডেট
পয়লা বৈশাখের আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employees) জন্য বিরাট সুখবর আসতে চলেছে।
- FB
- TW
- Linkdin
)
Unified Pension Scheme
অবসরকালীন ‘ইউনিফায়েড পেনশন স্কিমের নিয়মাবলি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় সরকার। চলতি বছরের ১ এপ্রিল থেকে তা কার্যকর করা হবে বলে জানিয়েছে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি বা পিএফআরডিএ।
আপাতত এটির জন্য কেবলমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাই আবেদন করতে পারবেন
বুধবার, ১৯ মার্চ ইউপিএস সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে পিএফআরডিএ (Unified Pension Scheme News)।
গত বছর অগাস্ট মাসে এই প্রকল্পটির কথা প্রথম ঘোষণা করে কেন্দ্র
তখনই তাতে বিনিয়োগের নিয়মকানুন জানিয়ে দিয়েছিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।
নতুন বিজ্ঞপ্তিটির মাধ্যমে এই প্রকল্পটি কার্যকর করার ক্ষেত্রে কোনওরকম বদল আসছে না
কিন্তু এটিতে লগ্নি করতে ইচ্ছুক কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আগামী ১ এপ্রিল থেকে আগামী তিন মাসের মধ্যে আবেদন জানাতে হবে (Unified Pension Scheme Update)।
অর্থাৎ, ৩০ জুন পর্যন্ত এই প্রকল্পে বিনিয়োগের জন্য আবেদন করার সুযোগ পাবেন তারা
তবে যে সমস্ত কর্মচারীরা ছুটিতে থাকছেন এবং ১ এপ্রিলের পর কাজে যোগ দেবেন, তাদের ক্ষেত্রে নিয়ম আবার কিছুটা আলাদা।
ইউপিএসে লগ্নির বিষয়ে আবেদন করতে হলে এক মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে তাদের
১ এপ্রিলের পর নতুন নিয়োগপত্র প্রাপকদের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে বলে জানা গেছে (Unified Pension Scheme Details)।
NPS-এর আওতায় থাকা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাও ইউপিএসে লগ্নি করতে পারবেন
তবে বিনিয়োগকারীর হঠাৎ মৃত্যু হলে তাঁর স্বামী বা স্ত্রী সেই প্রকল্পের আর্থিক সুবিধা ভোগ করতে পারবেন।
ইউপিএস গ্রাহককে প্রতি মাসে তাঁর মূল বেতনের ১০ %
সেইসঙ্গে, তাঁর উপর মহার্ঘ ভাতা সংশ্লিষ্ট তহবিলে জমা করতে হবে (Unified Pension Scheme Calculator)।
আর এতে সম পরিমাণ অর্থ জমা করবে কেন্দ্রীয় সরকার
ফলে, লগ্নিকারীরা পেনশন তহবিলের ডিফল্ট প্যাটার্ন এবং ডিফল্ট বিনিয়োগেরও সুযোগ পাবেন (Unified Pension Scheme Notification)।
এছাড়া গ্রাহক ১০০ % বন্ডে বিনিয়োগ
অথবা আংশিক ইক্যুইটিতে লগ্নির বিকল্প বেছে নিতে পারবেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।