Exclusive: অভিন্ন দেওয়ানি বিধি সমাজকে শক্তিশালী করবে, মন্তব্য উত্তরাখণ্ড বিধানসভার স্পিকারের
'মহিলাদের জন্যই অভিন্ন দেওয়ানি আইন দরকার। উত্তরাখণ্ডে এই আইন জারি হওয়ার পর মহিলাদের যেমন সুবিধা হবে, তেমনই সমাজও শক্তিশালী হয়ে উঠবে।'জানালেন স্পিকার ঋতু খাণ্ডুরী ভূষণ।
'মহিলাদের জন্যই অভিন্ন দেওয়ানি আইন দরকার। উত্তরাখণ্ডে এই আইন জারি হওয়ার পর মহিলাদের যেমন সুবিধা হবে, তেমনই সমাজও শক্তিশালী হয়ে উঠবে।' এশিয়ানেট নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনই জানালেন উত্তরাখণ্ড বিধানসভার স্পিকার ঋতু খাণ্ডুরী ভূষণ। দেবভূমি হিসেবে পরিচিত উত্তরাখণ্ড। দেশের প্রথম রাজ্য হিসেবে এখানেই অভিন্ন দেওয়ানি বিধি জারি করা হয়েছে। উত্তরাখণ্ড সারা দেশকে পথ দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন বিধানসভার স্পিকার। তিনি বিরোধীদের অভিযোগ খারিজ করে বলেছেন, এই আইন শুধু হিন্দুদের কথা ভেবে করা হয়নি। সবার কথা ভেবেই অভিন্ন দেওয়ানি বিধি জারি করা হয়েছে।
Read more Articles on