সংক্ষিপ্ত
মা লক্ষ্মী আমাদের সিদ্ধি , বুদ্ধি, সমৃদ্ধি, কল্যাণ দান করেন। প্রার্থনা করি, দেশের গরিব মানুষ মধ্যবিত্তর উপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা বর্ষিত হোক। বলেছেন নরেন্দ্র মোদী।
১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। এই নিয়ে তিনি আটবার সাংসদ বাজেট (Budget 2025) পেশ করবেন। প্রতিবারের মতই এবারও বাজেট নিয়ে প্রত্যাশা তুঙ্গে। কারণ অর্থমন্ত্রীর সামনে বড় চ্যালেঞ্জ মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনা। এদিন বাজেট অধিবেশনের আগেই সাংসদের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখেন। সেখানেই নরেন্দ্র মোদীর মহালক্ষ্মীর স্তব পাঠ করলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)।
প্রধানমন্ত্রীর মহালক্ষ্মীর স্তবঃ
প্রধানমন্ত্রীর বক্তব্য
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আগামীতে দেশের সর্বাঙ্গীন বিকাশের কথা ভেবেই তৈরি হয়েছিল বাজেট। তিনি বলেন, 'বিকশিত ভারতের সংকল্প নেওয়া হয়েছে।' তিনি আশ্বাস দিয়েছেন, এই বাজেটে এক নতুন বিশ্বাস তৈরি করবে দেশের মানুষের মধ্যে। এবার বাজেট বিশেষ ভাবে নরীশক্তি। পুনঃপ্রতিষ্ঠার জন্য উদ্যোগ নেওয়া হবে। প্রতি নারী যেন সম্মানপূর্ণ জীবন পান। সমানাধিকার পান, সে-কথা ভেবে এবার বাজেটে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম- এটাই আমাদের লক্ষ্য।
প্রধানমন্ত্রীর বক্তব্যে বারবার উঠে এল যুবশক্তির কথা বলেন। মোদী বলেন, 'বর্তমানে যারা ২০-২৫ তারা যখন ৪০-৪৫ বছর বয়সে পৌঁছাবেন তখন তারা বুঝবেন তারা ঠিক কতটা লাভবান হয়েছে। বিকশিত ভারতকে আরও শক্তিশালী করার জন্যই এই বাজেট।' তরুণ সাংসদদের বাজেট অধিবেশনে যোগ দিতে বিশেষ আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।