সংক্ষিপ্ত
ভারতে কি এবার বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে? এই সম্ভাবনা ক্রমশঃ বাড়ছে। সংসদে এ বিষয়ে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা এ বিষয়ে সম্মতি জানিয়েছে।
প্রত্যন্ত অঞ্চল-সহ সারা দেশেই বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা চালু করা নিয়ে সংসদে আলোচনা হয়েছে। এবার এ বিষয়ে প্রাইভেট মেম্বার্স বিলে সম্মতি জানাল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ফলে এবার বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা পাওয়া যেতে পারে। বিশেষ করে দেশের যে অঞ্চলগুলিতে ইন্টারনেট পরিষেবা পৌঁছয়নি এবং যে অঞ্চলগুলিতে খুব একটা ভালো ইন্টারনেট পরিষেবা পাওয়া যায় না, সেই অঞ্চলগুলির জন্য বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা জরুরি। এ বিষয়ে প্রাইভেট মেম্বার বিলে বলা হয়েছে, 'দেশের কোনও নাগরিককেই ইন্টারনেট পরিষেবা থেকে বঞ্চিত রাখা যাবে না। ইন্টারনেট পরিষেবা থেকে বঞ্চিত হতে পারেন, এমন কোনও ফি, চার্জ বা খরচ নেওয়া যাবে না।'
বাম সাংসদের বিলে সম্মতি কেন্দ্রের
২০২৩ সালে রাজ্যসভায় বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা সংক্রান্ত বিল পেশ করেন সিপিআইএম সাংসদ ভি শিবদাসন। সেই বিলেই সম্মতি জানাল কেন্দ্রীয় মন্ত্রিসভা। টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া রাজ্যসভার সেক্রেটারি-জেনারেলকে জানিয়েছেন, রাষ্ট্রপতি এই বিল নিয়ে রাজ্যসভায় আলোচনার বিষয়ে সম্মতি জানিয়েছেন। রাষ্ট্রপতির সম্মতি ছাড়া সংসদে কোনও প্রাইভেট মেম্বার বিল নিয়ে আলোচনা করা যায় না। মন্ত্রিসভার মাধ্যমেই এ বিষয়ে সম্মতি জানান রাষ্ট্রপতি। বিনামূল্যে ইন্টারনেট সংক্রান্ত বিলের ক্ষেত্রেও সেটাই হয়েছে।
ভারতে বিনামূল্যে পাওয়া যাবে ইন্টারনেট?
দেশের বেশিরভাগ বড় রেল স্টেশনেই বিনামূল্যে ওয়াইফাই পাওয়া যায়। আরও কিছু জায়গায় বিনামূল্যে ওয়াইফাই পাওয়া যায়। কিন্তু সামগ্রিকভাবে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা এখনও চালু হয়নি। তবে সংসদে প্রাইভেট মেম্বার বিল পাশ হয়ে গেলে সারা দেশেই বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা পাওয়া যেতে পারে। সংবিধানে দেশের সব নাগরিকের মত প্রকাশের স্বাধীতার কথা বলা হয়েছে। তার ভিত্তিতেই সারা দেশে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবার দাবি জানানো হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Jio: অ্যামাজন, স্টারলিঙ্কের সঙ্গে লড়াই, ভারতে স্যাটেলাইট ইন্টারনেট চালু করছে জিও
দারুণ খবর, গঙ্গার নীচে মেট্রো সফরে পাবেন ফুল স্পিড ইন্টারনেট-মোবাইল নেটওয়ার্ক!