সংক্ষিপ্ত

সেই রাজ্যের সেচ দফতরের দেওয়া তথ্য অনুযায়ী প্রবল বৃষ্টির জেরে ফুঁসছে গঙ্গা। একাধিক জেলায় বৃদ্ধি পেয়েছে জলস্তর।

প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরপ্রদেশ। বিপদসীমার উপর দিয়ে বইছে একাধিক নদীর জল। ইতিমধ্যেই রাজ্যে বৃষ্টির কারণে মৃতের সংখ্যা প্রায় ৫০ ছুঁয়েছে। রিপোর্ট বলছে গত ২৪ ঘন্টায় এই রাজ্য বৃষ্টি জনিত কারণে মৃতের সংখ্যা ১০। শনিবাড় এই সংক্রান্ত একটি একটি বিবৃতিও দেওয়া হয় ত্রাণ কমিশনের পক্ষ থেকে। বিবৃতিতে জানানো তথ্য অনুযায়ী রামপুর এলাকায় গত ২৪ ঘন্টায় জলে ডুবে মৃত্যু হয়েছে দু'জনের। বালিয়া, মাহোবা এবং ললিতপুর জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয় মৃত্যু হয়েছে সাত জনের। সাপের কামড়ে সুলতানপুরে মারা গিয়েছেন একজন। গত কয়েকদিন উত্তরপ্রদেশজুড়ে মৃত্যু হয়েছে মোট ৫০ জনের।

সেই রাজ্যের সেচ দফতরের দেওয়া তথ্য অনুযায়ী প্রবল বৃষ্টির জেরে ফুঁসছে গঙ্গা। একাধিক জেলায় বৃদ্ধি পেয়েছে জলস্তর। ইতিমধ্যেই বদায়ুঁ জেলায় বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা। বুন্দেলশহর এবং ফারুখাবাদেও গঙ্গার জল বিপদসীমা ছুঁইছুঁই। জলস্তর বেড়েছে যমুনারও। প্রয়াগরাজে বিপদসীমার কাছ দিয়ে বইছে যমুনার জল। মথুরাতেও বিপদসীমা ছাড়িয়েছে যমুনা নদী। ইতিমধ্যেই প্লাবিত নদী সংলগ্ন একাধিক নিচু এলাকা। মথুরা এবং বৃন্দাবনে একাধিক রাস্তা জলের তলায়। অতি বৃষ্টি ও জলস্তর বৃদ্ধি পাওয়ায় প্লাবিত চাষের জমিও। ফলে ফসলেরও বিপুল ক্ষতি হয়েছে। মৌসম ভবন সূত্রে জানা যাচ্ছে উত্তরপ্রদেশের মোট ৭৫টি জেলার মধ্যে ৩২টি জেলা অতিবৃষ্টির জেরে প্লাবিত। তবে আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টি আরও বাড়তে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

প্রসঙ্গত, গত ৪৫ বছরে প্রবল বৃষ্টির কারণে সবথেকে বিপর্যস্ত দেশের জাতীয় রাজধানী। যমুনার জল গতকাল পর্যন্ত চরম বিপদসীমার ওপর দিয়ে বইছিল। আজ থেকে একটু একটু করে জল কমতে শুরু করেছে। সেনাবাহিনীর নৌবাহিনীর সঙ্গে কাজ করছে দুর্যোগ মোকাবিলা বাহিনী। সুপ্রিম কোর্টেরে সামনে থেকে জমে থাকা জল সরিয়ে দেওয়ার জন্য ড্রেনগুলি মেরামত করা হয়েছে। সেনা বাহিনীর সহযোগিতা শহরে যাতে জল ঢুকা বন্ধ করা যায় তার জন্য একটি অস্থায়ী বাঁধ তৈরি করা হচ্ছে। জানিয়েছেন দিল্লির বন্যা নিয়ন্ত্রণ ও সেচমম্ত্রী সৌরভ ভরদ্বাজ। অস্থায়ী বাঁধ তেরি হলে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক করা যাবে।

আরও পড়ুন -

দিল্লির বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনা আর নৌবাহিনী, যমুনার জল আটকানোর আপ্রাণ চেষ্টা প্রশাসনের

জ্ঞানবাপী মসজিদে বিতর্কিত 'শিবলিঙ্গ'এর কার্বন ডেটিং টেস্ট হবে? বারাণসী আদালতের রায় ২১ জুলাই

Chandrayaan 3-র সাফল্যের পিছনে রয়েছেন 'রকেট ঋতু', তুখড় বিজ্ঞানীর চন্দ্র-অভিযানের দিশারী