Crime News: উত্তরপ্রদেশে নাবিক খুন! স্ত্রী-প্রেমিক মিলে দেহ ঢোকালো সিমেন্টের ড্রামে

উত্তরপ্রদেশে এক মহিলা নিজের প্রেমিকের সাহায্য নিয়ে স্বামীকে খুন করে, তার দেহ টুকরো করে সিমেন্ট ভর্তি ড্রামে লুকানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে। পুলিশ মঙ্গলবার জানিয়েছে, তারা দেহ উদ্ধার করেছে এবং দু'জনকেই হেফাজতে নিয়েছে।

ইন্দিরা নগরে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। সৌরভ রাজপুত (২৯) নামে এক মার্চেন্ট নেভি অফিসার ৪ মার্চ থেকে নিখোঁজ ছিলেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে, এমনটাই জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ASP) আয়ুষ বিক্রম সিং।

পুলিশের সন্দেহ হওয়ায় সৌরভ রাজপুতের স্ত্রী মুসকান (২৭) এবং তার প্রেমিক সাহিলকে (২৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।জিজ্ঞাসাবাদে মুসকান ও সাহিল দুজনেই ৪ মার্চ সৌরভ রাজপুতকে ছুরিকাঘাতে হত্যার কথা স্বীকার করেছে। তারা জানায়, খুনের পর তার দেহ টুকরো করে ড্রামের ভেতর ভরে সিমেন্ট দিয়ে ঢেকে দেয়।

সৌরভের পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা আরও অভিযোগ করেছেন যে মুসকান সৌরভের মোবাইল থেকে টেক্সট মেসেজ পাঠিয়ে তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছিল, যাতে তারা মনে করে সৌরভ বেঁচে আছে।

খুনের পর মুসকান ও সাহিল একসঙ্গে একটি পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়েছিল বলেও খবর। পুলিশ জানিয়েছে, ব্রহ্মপুরীর ইন্দিরা নগর ফেজ ২-এর বাসিন্দা সৌরভ ২০১৬ সালে গৌরিপুরের মুসকান রাস্তোগিকে ভালোবেসে বিয়ে করেন। দুই পরিবার এই সম্পর্ক মেনে না নেওয়ায় তারা আলাদা থাকতে শুরু করে। তারা ইন্দিরা নগর ফেজ ১-এ একটি ভাড়া বাড়িতে তাদের তিন বছরের মেয়েকে নিয়ে থাকত।