১ এপ্রিল থেকেই এদের জন্য বন্ধ UPI লেনদেন! তালিকায় নেই তো আপনার মোবাইল নম্বর
UPI Transactions: আর্থিক জালিয়াতি রুখতে ১ এপ্রিল থেকে UPI-এর নিয়মে বড় পরিবর্তন করা হচ্ছে। ইতিমধ্যেই ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
- FB
- TW
- Linkdin
)
UPI-এর নিয়ম বদল
আর্থিক জালিয়াতি রুখতে ১ এপ্রিল থেকে UPI-এর নিয়মে বড় পরিবর্তন করা হচ্ছে। ইতিমধ্যেই ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
নতুন নিয়ম
এবার থেকে আর সব নম্বর থেকে করা যাবে না গুগল পে, পেটিএম-এর মাধ্যমে টাকা লেনদেন।
কারণ
সাইবার সুরক্ষার জন্যই এই নতুন নিয়ম চালু করা হয়েছে। কোন কোন নম্বর থেকে টাকা লেন দেন করা যাবে না রইল তার তথ্য।
কোন কোন নম্বরে UPI বন্ধ
যে নম্বরগুলি দীর্ঘ দিন বন্ধ রয়েছে সেই নম্বরগুলি থেকে আর করা যাবে ন UPI-এর মাধ্যমে টাকা লেনদেন।
ফোন নম্বর বদল
আপনি যদি ফোন নম্বর বদল করেন কিন্তু নতুন নম্বর সম্বন্ধে ব্যাঙ্ককে কোনও তথ্য না দেন তাহলে বন্ধ হবে UPI লেনদেন।
রিচার্জ না করলে
দীর্ঘদিন মোবাইল ফোন রিচার্জ না করলে সেটির সংযোগ বন্ধ হয়ে যায়। এমন নম্বর হ্যাক করা সহজ। তাই এজাতীয় নম্বরেও বন্ধ লেনদেন। ইনঅ্যাক্টিভ নম্বরে বন্ধ UPI লেনদেন।
আপনার নম্বর কি বন্ধের তালিকায়?
A.যদি বন্ধ করা হয় UPI লেনদেন তাহলে ব্যাঙ্ক থেকে নোটিফিকেশন আসবে। সতর্ক করার জন্য। B.তালিকায় থাকলে ব্যাঙ্ক থেকে মেসেজ পাঠিয়ে সতর্ক করা হবে।
UPI লেনদেন চালু রাখতে
ব্যাঙ্কের নোটিফিকেশন বা মেসেজ আসার পরেই নম্বরটি সম্পর্কে ব্যাঙ্কে আপডেট দিতে হবে।
অব্যবহৃত নম্বর ব্যবহার
ইউপিআই আইডি রয়েছে এমন ফোন নম্বর যদি দীর্ঘ দিন নিষ্ক্রিয় হয়ে থাকে, তা হলে সেটি থেকে ফের ফোন ও মেসেজ পাঠাতে থাকুন। নম্বরটি চালু হলেই আর ইউপিআই সংযোগ বিচ্ছিন্ন হবে না।
আপডেট
UPI আইডি রয়েছে এমন ফোন নম্বর আপডেট করুন। পুরনো পিন বদল করে নতুন পিন দিন।