
Bulldozer Action : ফের অ্যাকশনে যোগীর বুলডোজার, সম্ভলে অবৈধ মাদ্রাসা সাফ, দেখুন
Bulldozer Action : উত্তরপ্রদেশের সম্ভলে অবৈধ মাদ্রাসা উচ্ছেদে চলল প্রশাসনের বুলডোজার। রবিবার বিশাল পুলিশ মোতায়েন করে চলল এই ভাঙার কাজ। যোগী সরকারের জবরদখল বিরোধী অভিযানে এখন তোলপাড় জেলা প্রশাসন।
Bulldozer Action : উত্তরপ্রদেশে অবৈধ নির্মাণ ও জবরদখল বিরোধী অভিযানে আবারও সক্রিয় হলো প্রশাসন। আজ রবিবার সম্ভল জেলায় একটি অবৈধ মাদ্রাসা ভেঙে ফেলতে দেখা গেল প্রশাসনের ‘বুলডোজার অ্যাকশন’। জেলা প্রশাসনের দাবি, এই মাদ্রাসাটি সম্পূর্ণ বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল।
উচ্ছেদ অভিযান শুরুর আগে নিয়ম মেনে মাদ্রাসা কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়েছিল বলে প্রশাসন সূত্রে খবর। এরপর আজ সকালে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা বুলডোজার নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। কোনওরকম উত্তেজনা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় আগে থেকেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। প্রশাসনের কড়া পাহারার মধ্যেই বুলডোজার দিয়ে মাদ্রাসাটি গুঁড়িয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হয়।
উত্তরপ্রদেশে যোগী সরকারের এই ‘বুলডোজার নীতি’ বা জবরদখল বিরোধী অভিযান রাজ্যজুড়েই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকে। সম্ভলের আজকের এই ঘটনা বুঝিয়ে দিল যে, অবৈধ নির্মাণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে প্রশাসন বদ্ধপরিকর।