Uttarakhand Tunnel Rescue: অবশেষে সুড়ঙ্গ থেকে বেরিয়ে এল ১৮ জন শ্রমিক, উত্তরকাশীতে চলছে উদ্ধারকাজ
উত্তরাখণ্ডের উত্তরকাশীর টানেল থেকে ১৮ জন শ্রমিককে বার করে আনল। উদ্ধারকাজে বড় সাফল্য উদ্ধারকারীদের। বাকিদের আর মাত্র ২ ঘণ্টার মধ্যেই উদ্ধার করা হবে বলেও আগাম বার্তা দিয়েছে উদ্ধারকারীরা।
উত্তরাখণ্ডের উত্তরকাশীর টানেল থেকে ১৮ জন শ্রমিককে বার করে আনল। উদ্ধারকাজে বড় সাফল্য উদ্ধারকারীদের। বাকিদের আর মাত্র ২ ঘণ্টার মধ্যেই উদ্ধার করা হবে বলেও আগাম বার্তা দিয়েছে উদ্ধারকারীরা। ১৭ দিন পরে সুড়ঙ্গের আন্ধকার কাটিয়ে বাইরে বার হলেন শ্রমিকরা। প্রথমে তাদের নিয়ে যাওয়া হবে। উদ্ধারকারীরা জানিয়েছে, একেকজনকে বার করে আনতে ৫-৭ মিনিট সময় লাগছে। বাকিদেরও দ্রুত আর নিরাপদে বার করে আনা সম্ভব হবে বলেও জানিয়েছেন উদ্ধারকারীরা।