সংক্ষিপ্ত

সূচনা পর্ব থেকেই তুঙ্গে বন্দে ভারত এক্সপ্রেসের টিকিটের চাহিদা। শুধু তাই নয় নজর কেড়েছে এই ট্রেনের মেনুও। দুপুর ও রাতের খাওয়ারে কী কী থাকছে এই ট্রেনের?

সূচনাপর্ব থেকেই নজর কেড়েছে বন্দে ভারত এক্সপ্রেসের সাজ সজ্জা। ৩০ ডিসেম্বরই বাংলায় উদ্বোধন হয়েছে দেশের দ্রুততম ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের। সমতলের সঙ্গে পাহাড়ের দূরত্ব আরও কম করবে এই বন্দে ভারত এক্সপ্রেস। চলতি মাসের ৩০ তারিখই হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশে রওনা হবে আপ ২২৩০১ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। মাত্র সাড়ে সাত ঘন্টায় সাউথ বেঙ্গলের সঙ্গে নর্থ বেঙ্গলকে জুড়বে দ্রুতগামী এই ট্রেন। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির দূরত্ব রেলপথে ৫৫৬ কিলোমিটার। বন্দে ভারত এই এক্সপ্রেস এই দূরত্ব অতিক্রম করবে মাত্র সাড়ে সাত ঘন্টায়। উল্লেখ্য হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার সবচেয়ে দ্রুততম ট্রেন শতাব্দী এক্সপ্রেসেরও সময় লাগে ৮ ঘন্টা ২০ মিনিট। সূচনা পর্ব থেকেই তুঙ্গে বন্দে ভারত এক্সপ্রেসের টিকিটের চাহিদা। শুধু তাই নয় নজর কেড়েছে এই ট্রেনের মেনুও। দুপুর ও রাতের খাওয়ারে কী কী থাকছে এই ট্রেনের?

ট্রেনের মধ্যেই থাকছে খাবার ও জলের ব্যবস্থা। আপ ট্রেনে প্রাতরাশ ও দুপুরের খাওয়ার দেওয়া হবে যাত্রীদের। সঙ্গে থাকবে চা ও কফি। ডাউন ট্রেনে সন্ধ্যার জল খাবার, চা, কফির পাশাপাশি থাকবে রাতের খাবারের ব্যবস্থাও। দুপুরের খাবারের ব্যবস্থায়ও সন্তোষজনক। দুপুরের খাওয়ারে থাকছে সরু চালের পোলাও, পরোটা, মুরগির মাংস, আলু ও ফুলকপির তরকারি। শেষপাতে রয়েছে চাটনি এবং মিষ্টিও। বিকেলের খাওয়ারে থাকছে ফিশ ফিঙ্গার, চিকেন ফিঙ্গার। ব্রেকফাস্টে স্যান্ডউইচ, কেকও মিলছে।

নতুন সূচি অনুযায়ী হাওড়া থেকে ভোর ৫টা ৫৫ মিনিটে ছাড়বে আপ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস এবং দুপুর ১টা ২৫ মিনিটে গন্তব্যে পৌঁছবে। আবার নিউ জলপাইগুড়ি থেকে বিকেল ৩ টে ৫ মিনিটে ছেড়ে রাত ১০টা ৩৫ মিনিটে হাওড়া ঢুকবে এই ট্রেন। পুরনো সূচি বলা হয়েছিল, আপ ২২৩০১ বন্দে ভারত এক্সপ্রেস ভোর ৫টা ৫০ মিনিটে হাওরা থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে। দুপুর ১টা ২০ মিনিট নাগাদ পৌঁছবে গন্তব্য স্টেশনে। আবার ফেরার সময় ডাউন ২২৩০২ বন্দে ভারত এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দুপুর ২টো ৫০ মিনিটে ছেড়ে রাত ১০টা ২০ মিনিটে হাওড়া স্টেশনে পৌঁছবে। মাত্র সাড়ে সাত ঘন্টায় সাউথ বেঙ্গলের সঙ্গে নর্থ বেঙ্গলকে জুড়বে দ্রুতগামী এই ট্রেন। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির দূরত্ব রেলপথে ৫৫৬ কিলোমিটার। বন্দে ভারত এই এক্সপ্রেস এই দূরত্ব অতিক্রম করবে মাত্র সাড়ে সাত ঘন্টায়। উল্লেখ্য হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার সবচেয়ে দ্রুততম ট্রেন শতাব্দী এক্সপ্রেসেরও সময় লাগে ৮ ঘন্টা ২০ মিনিট।