Vande Bharat Train: যাত্রী স্বাচ্ছ্যন্দের কথা মাথায় রেখে খুব শীঘ্রই চালু হতে চলেছে বন্দেভারত স্লিপার ট্রেন পরিষেবা। কবে থেকে এবং কোথা থেকে মিলবে এই পরিষেবা? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Vande Bharat Train: ভিআইপি কোটার সুযোগ নেই, স্থানীয় খাবারের স্বাদ—এই বৈশিষ্ট্যগুলোকে সামনে রেখেই দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হতে চলেছে। আধুনিক সুযোগ-সুবিধা ও যাত্রীস্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে তৈরি এই ট্রেনে যাত্রীরা পাবেন সমান সুযোগ, পাশাপাশি যাত্রাপথ অনুযায়ী পরিবেশিত হবে স্থানীয় খাবার, যা একে অন্যান্য ট্রেন পরিষেবার থেকে আলাদা করে তুলছে।
ভারতীয় রেল শীঘ্রই গুয়াহাটি ও কলকাতার মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করতে চলেছে। চলতি মাসের শেষের দিকেই এই আধুনিক ট্রেনের সূচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘ দূরত্বের রাতের যাত্রায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি এই নতুন পরিষেবা উত্তর-পূর্ব ভারত ও পূর্ব ভারতের মধ্যে রেল যোগাযোগ আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে।
নতুন রূপে বন্দেভারত ট্রেন পরিষেবা:-
সরকারি সূত্রের খবর অনুযায়ী, ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটি সম্পূর্ণভাবে সাধারণ যাত্রীদের জন্যই চালু করা হচ্ছে। এই ট্রেনে কোনো ভিআইপি বা জরুরি কোটা থাকছে না। পাশাপাশি, শীর্ষ ও প্রবীণ রেল আধিকারিকদেরও পাস ব্যবহার করে বন্দে ভারত স্লিপার ট্রেনে যাত্রার অনুমতি দেওয়া হবে না বলে জানানো হয়েছে।
সূত্রের খবর, যাত্রীদের ক্ষেত্রে শুধুমাত্র কনফার্ম টিকিটই ইস্যু করা হবে, যার ফলে ওয়েটিং লিস্ট উল্লেখযোগ্যভাবে কমে আসবে। পাশাপাশি, আরএসি (রিজার্ভেশন অ্যাগেনস্ট ক্যানসেলেশন) ব্যবস্থা—যার মাধ্যমে ট্রেন সম্পূর্ণ ভর্তি থাকলেও যাত্রীদের যাত্রার জন্য আসন নিশ্চিত করা হয় এবং পাশের লোয়ার বার্থ ভাগ করে নেওয়ার সুযোগ থাকে, পাশাপাশি বাতিল হলে পূর্ণ বার্থ পাওয়ার সম্ভাবনাও থাকে—এই ট্রেনগুলিতে চালু রাখা হবে না।
রেলওয়ের আধিকারিকদের মতে, যাত্রীদের জন্য সম্পূর্ণ আধুনিকীকৃত বেডরোল সরবরাহ করা হবে, যেখানে উন্নতমানের কম্বল কভারসহ সব ধরনের প্রয়োজনীয় সামগ্রী থাকবে। সাধারণ ট্রেনের তুলনায় এই বেডরোলের গুণমান অনেক বেশি উন্নত ও আধুনিক হবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


