Siliguri Crime News: বিধানসভা ভোটের আগে রাজ্যে ফের সক্রিয় জমি মাফিয়ারাজ। অসহায় বৃদ্ধার জমি দখলের অভিযোগ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। বিস্তারিত জানতে পডুন সম্পূর্ণ প্রতিবেদন…

Siliguri Crime News: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি কী ভুলে গিয়েছে জমি মাফিয়ারা? পুলিশের অ্যাকশন বন্ধ হয়ে যাওয়াতেই আবার মাথা ছাড়া দিচ্ছে জমি মাফিয়ারাজ! ফের জমি মাফিয়ারাজ সক্রিয় শিলিগুড়ি শহর লাগোয়া ডাবগ্রাম ২ নম্বর অঞ্চলে। মতুয়া সম্প্রদায়ের এক অসহায় বিধবা মহিলার জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে জমি মাফিয়াদের বিরুদ্ধে।

ঠিক কী অভিযোগ উঠেছে?

জানা গিয়েছে, বাউন্সার নিয়ে এসে জমি দখলের চেষ্টার অভিযোগ তুলে সরব মতুয়া সম্প্রদায়। অসহায় ওই বিধবা মহিলার পাশে দাঁড়িয়েছে মতুয়া সম্প্রদায়ের মানুষেরা। পুরো বিষয়টি নিয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে মতুয়ারা। সূত্রের খবর, দ্রুত তাদের শরণাপন্ন হতে চলেছেন মতুয়ারা।

আবার জমি মাফিয়া দের দাপট শুরু। পাশাপাশি বেশকিছু গ্যাং এবং বাউনসারদের দাদাগিরিও প্রকাশ্যে। এবার ঘটনাস্থল নিউ জলপাইগুড়ি থানার ঠাকুরনগর ভিআইপি মোড় সংলগ্ন এলাকা। অভিযোগ, অসহায় এক বিধবা মহিলার দশ কাঠা জমি দখলের চেষ্টা চালাচ্ছে জমি মাফিয়ারা। জমিতে বাউন্সার পাঠিয়ে ঘর তৈরির পাশাপাশি ওই অসহায় মহিলাকে দেওয়া হচ্ছে হুমকি। 

শিলিগুড়ি শহর লাগোয়া ডাবগ্রাম ফুলবাড়ি সবসময়ই পাখির চোখ। সে রাজনৈতিক নেতৃত্বের হোক, কিংবা দুস্কৃতীদের। বছর কয়েক আগে এই এলাকায় বেশ সক্রিয় হয়ে উঠেছিল জমি মাফিয়ারা। একের পর এক জমি দখল করে আত্মসাৎ করছিল জমি হাঙররা। দফায় দফায় অভিযোগ পড়ার পর খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর নজর কাড়ে ডাবগ্রাম ফুলবাড়ি। এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশে জমি মাফিয়া দের ধরে ধরে জেল হেফাজতে নেয় পুলিশ। বেশকিছুদিন একটু ঠান্ডা থাকলেও, আবারও জোর জুলুম করে জমি আত্মসাতের চেষ্টার অভিযোগ একদল জমি মাফিয়া এবং সেবক রোডের সালুগাড়ার একটি গ্যাং এর বিরুদ্ধে।

জানা গিয়েছে, বছর তিনেক ধরেই শিলিগুড়ি শহর লাগোয়া ডাবগ্রাম ২নং অঞ্চলের ঠাকুরনগর বারিভাসা এলাকার একটি জমিতে থাবা বসানোর চেষ্টা করছে এক ব্যক্তি। জমির মালিক অসহায় এক বিধবা মহিলা এই নিয়ে ছুটোছুটি করছিল বিভিন্ন মহলে, যাতে কোনও রকমে স্বামীর রেখে যাওয়া শেষ সম্বলটুকু ধরে রাখতে পারেন।

সময়ের সঙ্গে সঙ্গে বারিভাসার ওই ১০ কাঠা জমি আত্মসাতের চেষ্টা করে করছে জমি মাফিয়ারা। সেখানে ঘরও তৈরি করে ফেলেছিল সেবক রোডের শালুগারার একটি গ্যাং এবং বাউন্সার পাঠিয়ে। গত শনিবার ওই মাফিয়া গ্রুপ একদল বাউন্সার নিয়ে এসে জমিটি পুরোপুরি আত্মসাৎ করার চেষ্টায় ছিল। কিন্তু সবকিছু ভেস্তে দিল মতুয়ারা। ব্যাপক অশান্তি ছড়িয়েছে এলাকায়। তাড়িয়ে দেওয়া হয় মাফিয়াদের এবং বাউন্সারদের।

জানা গিয়েছে, বহুবছর আগে থেকেই ওই জমিটির দখল ছিল প্রয়াত সুশীল মন্ডলের। সেখানে স্ত্রী, সন্তান নিয়ে বসবাসও করতেন একসময়। পরে তার নামে RR পাট্টা দেওয়া হয়। কিন্তু 2015 সালে ওই জায়গার মালিক সুশীল মন্ডলের মৃত্যু হয়। এরপর সাহায্য তুলে মেয়েদের বিয়ে দিয়ে তাদের সাথেই থাকতে শুরু করেন সুশীল বাবুর স্ত্রী জোৎস্না মন্ডল। এর মাঝেই জমি নিয়ে শুরু হয় কেলেঙ্কারি। জমিটি জবরদখল করার চেষ্টা শুরু করে একটি গ্রুপ এবং সেবক রোডের বেশ কয়েকজন ব্যবসায়ী ও একটি সংস্থা অভিযোগ জমিটি আত্মসাৎ করার জন্য জ্যোৎস্না দেবীর মোবাইলে বারবার হুমকিও আসতে শুরু করে।

কিন্তু জ্যোৎস্না দেবী বিষয়টিতে প্রথমে তেমন আমল দেননি। কিন্তু শনিবার জায়গাটি দখল করার জন্য অভিযুক্ত ঐ গ্রুপ একদল বাউন্সার সহ কিছু গুন্ডা পাঠায় জ্যোৎস্না দেবীকে ওই জমি থেকে উচ্ছেদ করার জন্য। যদিও মতুয়া সম্প্রদায় এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানার পুলিশের হস্তক্ষেপে ওই গুন্ডা বাহিনী অবশেষে পালিয়ে যেতে বাধ্য হয়। পরবর্তীতে মতুয়া সম্প্রদায়ের মানুষেরা চাঁদা তুলে রাতারাতি ওই অসহায় বিধবা মহিলাকে ঘর তৈরী করে দেন।

এই নিয়ে জ্যোৎস্না মন্ডলের দাবি, তার স্বামী মারা গিয়েছে। স্বামীর রেখে যাওয়া ভিটে মাটিতে তিনি বসবাস করতেন। কিন্তু কেউ বা কারা তার জমিটি জবরদখল করার চেষ্টা করছে। এই নিয়ে হুমকিও আসছে বারবার। বিষয়টি নিয়ে ময়দানে নেমেছে মতুয়া সম্প্রদায়। শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হতে চলেছেন তারা। মতুয়া সম্প্রদায়ের মানুষের জমি কেড়ে নেওয়ার এই প্রচেষ্টা ব্যর্থ করতে বৃহত্তর আন্দোলনে নামার সিদ্ধান্ত নিতে চলেছেন তারা। 

তবে তার আগে রাজ্য সরকারের সহযোগিতা তারা পাবেন বলেই আশাবাদী। মতুয়া সম্প্রদায়ের তরফে রঞ্জন মজুমদার বলেন, জমি মাফিয়ারাজ চলছে ডাবগ্রাম ফুলবাড়ীতে। একটি গ্যাং এর সদস্য এবং বাউন্সার পাঠিয়ে মতুয়া সম্প্রদায়ের অসহায় এই বিধবা মহিলাকে মানসিক অশান্তি এবং নানান রকম হুমকি দেওয়া হচ্ছে। 

চেষ্টা চলছে জমি দখলের। প্রাণের ভয়ে আছেন তিনি। মতুয়া সম্প্রদায় এই অন্যায় বরদাস্ত করবে না। ভিটেমাটি নিয়ে এই লড়াই চলবে বলেই জানিয়েছেন রঞ্জন বাবু। কিন্তু অসহায় এই বিধবা মহিলার জমি দখলের বিষয়টি নিয়ে সবার প্রথমে শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনকে দিয়ে কি ব্যবস্থা নেন সেটাই দেখার।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।