
Vibhuti Express : সংরক্ষিত কামরায় অবৈধ যাত্রীদের দাপট! ভয়ঙ্কর ট্রেন অভিজ্ঞতা! দেখুন
Vibhuti Express : হাওড়া-প্রয়াগরাজ বিভূতি এক্সপ্রেসে এসি টু টিয়ার কামরায় চরম বিশৃঙ্খলা। জশিডি স্টেশন থেকে বহু যাত্রী বিনা টিকিটে উঠে পড়েন এবং বৈধ যাত্রীদের আসন দখল করেন। রেল পুলিশ কিউস স্টেশনে হস্তক্ষেপ করলেও অনেক যাত্রী বেআইনিভাবে কামরার থাকেন।
Vibhuti Express : হাওড়া-প্রয়াগরাজ বিভূতি এক্সপ্রেসের এসি টু টিয়ার কামরায় জশিডি স্টেশন থেকে একদল টিকিটহীন যাত্রী জোর করে উঠে পড়েন। তারা বৈধ যাত্রীদের আসন দখল করেন। অভিযোগ পেয়ে কিউস স্টেশনে রেল সুরক্ষা বাহিনী হস্তক্ষেপ করে কিছু অবৈধ যাত্রীকে নামালেও, অনেকেই কামরার মেঝেতে শুয়ে থাকেন। ফলে সংরক্ষিত কামরায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়।