সংক্ষিপ্ত
সোমবার, বিজয়ওয়াড়া থেকে চেন্নাই (Vijayawada-Chennai) সেকশনের রেল পরিষেবা ফের চালু করতে পেরেছে দক্ষিণ মধ্য রেলওয়ে (South Central Railway)। পারায়, আগে বাতিল করা বেশ কয়েকটি ট্রেন আবার স্বাভাবিক সময়ে বা পুনর্নির্ধারিত সময়ে চালানো হবে বলে জানালো পূর্ব রেল (Eastern Railway)।
গত কয়েকদিন ধরেই ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের প্রভাবে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বিস্তীর্ণ এলাকায় সমানে বৃষ্টি হয়ে চলেছে। এর মধ্যে রবিবার নেল্লোর (Nellore) জেলার পেন্না নদীতে (River Penna) আকস্মিক বন্যা দেখা দেওয়ায়, নেলোর-পাদুগুপাদু (Nellore-Padugupadu) সেকশনের মধ্যে রেলপথটি জলে ভেসে গিয়েছিল। ফলে দেশের অনেক অংশের সঙ্গেই দক্ষিণ ভারতের একটা বড় অংশ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। হাওড়া (Howrah) স্টেশন থেকেও বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছিল। তবে, সোমবার দক্ষিণ মধ্য রেলওয়ের (South Central Railway) বিজয়ওয়াড়া থেকে চেন্নাই (Vijayawada-Chennai) পর্যন্ত সেকশনের রেল পরিষেবা ফের চালু করতে পারায়, আগে বাতিল করা বেশ কয়েকটি ট্রেন আবার স্বাভাবিক সময়ে বা পুনর্নির্ধারিত সময়ে চালানো হবে বলে জানালো পূর্ব রেল (Eastern Railway)।
পূর্ব রেলওয়ে জানিয়েছে, সোমবার হাওড়া থেকে নির্ধারিত তিনটি ট্রেন আগে বাতিল করা হয়েছিল। কিন্তু, তিনটি ট্রেনই স্বাভাবিক সময়ে অথবা পরিবর্তিত সময়ে চালানো হবে। এই তিনটি ট্রেন হল -
আরও পড়ুন - Train Cancel: অন্ধ্রপ্রদেশে বন্যা পরিস্থিতির জেরে জলের তলায় লাইন, একাধিক ট্রেন বাতিল হাওড়ায়
আরও পড়ুন - Heavy Rain Floods : অন্ধ্রপ্রদেশে ভয়ঙ্কর বন্যায় মৃত্যু হল ৮ জনের, প্রবল বৃষ্টিতে নিখোঁজ ১২
২২৮৬৩ হাওড়া - যশবন্তপুর এক্সপ্রেস (22863 Howrah - Yesvantpur Express) - ২২.১১.২০২১ তারিখে ১০.৫০-এর পরিবর্তে ১২.৫০-এ হাওড়া ছাড়বে
১২৮৪১ হাওড়া- চেন্নাই সেন্ট্রাল করোমন্ডল এক্সপ্রেস (12841 Howrah- Chennai Central Coromandal Express) - ২২.১১.২০২১ তারিখে নির্ধারিত সময় অনুযায়ী হাওড়া ছাড়বে
১২৬৬৫ হাওড়া - কন্যাকুমারী এক্সপ্রেস (12665 Howrah - Kanniyakumari Express) - ২২.১১.২০২১ তারিখে নির্ধারিত সময় অনুযায়ী হাওড়া ছাড়বে
"
গত কয়েকদিন ধরে অন্ধ্রের নেলোর এবং রায়ালসিমা (Rayalaseema) জেলায়, ঘূর্ণিঝড় জাওয়াদের (Cyclone Jawad) প্রভাবে ভারী বৃষ্টিপাত চলছে। এর জেরে দক্ষিণ মধ্য রেলওয়ের () বিজয়ওয়াড়া বিভাগে রেলপথ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। গত ১৯ নভেম্বর থেকে বিজয়ওয়াড়া-নেল্লোর-চেন্নাইয়ের মধ্যে থেকে ট্রেন চলাচল স্থগিত করে বাধ্য হয়েছিল রেল বিভাগ। বিজয়ওয়াড়া রেলওয়ে ডিভিশনের নেলোর থেকে পাদুগুপাদু সেকশনে লাইনই ভেসে গিয়েছিল। এই বিপর্যয়ের ফলে বেশ কয়েকটি ট্রেন বাতিল, হয়েছিল এবং আরও বেশ কিছু ট্রেন ঘুরপথে চালাতে হয়।
দক্ষিণ মধ্য রেলওয়ে আগেই জানিয়েছিল, নেল্লোর এবং পাদুগুপাদু সেকশনের মধ্যে রেল ট্র্যাক দ্রুত পুনরুদ্ধারের কাজ চলছে৷ সোমবার বিকলের মধ্যেই সেখাবে রেল পরিষেবা ফের চালু করতে পারার বিষয়ে আশাবাদী ছিল তারা। ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শিবেন্দ্র মোহন, বলেছিলেন এই কাজে বিশেষ দক্ষ কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। বিপর্যয়ের পরিস্থিতি খতিয়ে দেখতে এবং যাত্রীদের যাতে কোনও রকম অসুবিধা না হয়, তার জন্য বিজওয়াড়া ডিভিশনের গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে বিশেষ অফিসারদেরও নিয়োগ করা হয়েছে। বিজয়ওয়াড়া রেলওয়ে স্টেশনে যে কোনও রকম যাত্রী সহায়তার জন্য হেল্পলাইন নম্বরও স্থাপন করা হয়েছে।
হেল্পলাইন নম্বরগুলি হল - ০৮৬৬-২৭৬৭৮৫২২, ০৮৬৬-২৭৬৭০৫৫ এবং ০৮৬৬-২৭৬৭০৭৫