হাতির দুলকি চালে মোহিত চিতাবাঘ,বনাধিকারিকের শেয়ার করা ভিডিও নিমেষেই ভাইরাল হল হাতি দেখতে চিতাবাঘও পছন্দ করে দাবি করেছেন বনাধিকারিক  

হাতি বরাবরই মানুষকে টানে। বৃহৎ প্রাণিটির রাজকীয় চাল চলন তো বটেই হুঁংকারও যেকোনও মানুষ দেখতে ভালোবাসে। কিন্তু শুধুই কী মানুষই হাতিকে দেখতে ভালোবাসে? বন দফতরের আদিকারিক সুশান্ত নন্দা এবার যে ছবটি তাঁর ট্যুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন তা নিয়ে এই প্রশ্নটি উঠতে শুরু করেছেন। কী এমন শেয়ার করলেন বনদফতের আধিকারিক? 

এবার তিনি শেয়ার করেছেন একটি হাতি আর একটি চিতাবাঘের ভিডিও। যেখানে দেখা যাচ্ছে একটি হাতির দুলকি চালে রীতিমত মোহিত হয়ে রয়েছে চিতা বাঘটি। একটি পাথরে বসে রয়েছে চিতাবাঘ। তার পাশ দিয়েই একটি হাতি চলাফেরা করছে। ডাল ভেঙে খাওয়াদাওয়াও শুরু করেছে। আর সেই দৃশ্যই উপোভোগ করছে চিতাবাঘটি। আর সুশান্ত নন্দা ক্যাপশানে লিখেছেন, সকলেই রাজকীয় হাতি দেখতে ভালোবাসে। আপনিও দেখেনিন সেই ভিডিওটি। 

Scroll to load tweet…

মাত্র ২৬ সেকেন্ডের এই ভিডিও ক্লিপেই মজেছে নেটদুনিয়া। সকলেই একবাক্যে স্বীকার করে নিয়েছে গজরাজকে দেখতে সকেলই ভালোবাসে। তা সে চিতাই হোক আর মানুষ। 

Scroll to load tweet…
Scroll to load tweet…