সংক্ষিপ্ত
Waqf (Amendment) Bill: সংসদের দুই কক্ষেরই অনুমোদন পাওয়ার পর রাষ্ট্রপতির সম্মতিতে আইনে পরিণত হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। ফলে এই আইন জারি করতে কেন্দ্রীয় সরকারের আর কোনও সমস্যা নেই।
Waqf (Amendment) Bill debate in Rajya Sabha: গভীর রাত পর্যন্ত চলছে সংসদের অধিবেশন। এই দৃশ্য সাধারণত দেখা যায় না। কিন্তু এবার সংসদের উভয় কক্ষেই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে দীর্ঘ বিতর্ক দেখা গেল। লোকসভার পর রাজ্যসভাতেও গভীর রাত পর্যন্ত বিতর্ক চলেছে। রাজ্যসভার ইতিহাসে এর আগে কোনও বিতর্ক এত দীর্ঘ হয়নি। ১৯৮১ সালে সবচেয়ে বেশিক্ষণ ধরে বিতর্ক চলেছিল। এবার ১৭ ঘণ্টারও বেশি সময় ধরে বিতর্ক চলল। ফলে রাজ্যসভার ইতিহাসে নতুন রেকর্ড তৈরি হল। রবিবার সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সোশ্যাল মিডিয়া পোস্টে এই নতুন রেকর্ডের কথা জানিয়েছেন। তিনি এই বিতর্কের কিছু ঝলকও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। 'এক্স' হ্যান্ডলে রিজিজু লিখেছেন, ‘সংসদ বিষয়ক মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, মুরুগান, অতিরিক্ত সচিব ও যুগ্মসচিবের সঙ্গে। রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আলোচনা ১৭ ঘণ্টা, ২ মিনিট ধরে চলেছে। এর আগে ১৯৮১ সালে এসমা (ESMA) নিয়ে আলোচনা চলেছিল ১৬ ঘণ্টা ৫৫ মিনিট ধরে। এবার সেই রেকর্ড ভেঙে গেল।’
রাজ্যসভায় ভোর পর্যন্ত বিতর্ক
৩ এপ্রিল সকাল ১১টায় রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বিতর্ক ও আলোচনা শুরু হয়েছিল। এই আলোচনা শেষ হয় ৪ এপ্রিল ভোর চারটে বেজে দুই মিনিট পর্যন্ত। বাজেট অধিবেশন শেষ হওয়ার আগের দিন শুরু হওয়া বিতর্ক অধিবেশনের শেষ দিন ভোর পর্যন্ত গড়াল। রাজ্যসভার ইতিহাসে এই ঘটনা এর আগে দেখা যায়নি। সংসদ বিষয়ক মন্ত্রী লোকসভার পর রাজ্যসভাতেও ওয়াকফ বিল নিয়ে বিতর্কে যোগ দেন। লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বিতর্ক ১২ ঘণ্টা ধরে চলেছিল। গভীর রাতে ভোটাভুটি হয়। এরপর রাজ্যসভায় আরও বেশি সময় ধরে চলে বিতর্ক।
রাজ্যসভার সদস্যদের অভিনন্দন উপরাষ্ট্রপতির
ওয়াকফ সংশোধনী বিল নিয়ে এত দীর্ঘ বিতর্ক চলায় রাজ্যসভার সদস্যদের অভিনন্দন জানিয়েছেন উপরাষ্ট্রপতি তথা চেয়ারম্যান জগদীপ ধনকড়। তিনি বলেছেন, একই উদ্দেশ্যে আলোচনার মাধ্যমে কী অর্জন করা যায়, তা দেখিয়ে দিল এই ঐতিহাসিক আইন নিয়ে বিতর্ক।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।