মৃত্যু যেন অপেক্ষা করছিল! আচমকা খেপে উঠল গজরাজ, পিষে মারল মাহুতকে! ভাইরাল ভিডিও

প্রথমে পা দিয়ে বুকে আঘাত, তারপর শুঁড় দিয়ে পেঁচিয়ে ধরে শূন্যে তুলে মাটিতে আছড়ে ফেলা। ঠিক এভাবেই এক মাহুতকে মেরে ফেলল পোষা হাতি। এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে কেরলের ইদুক্কিতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও।

/ Updated: Jun 26 2024, 10:59 AM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রথমে পা দিয়ে বুকে আঘাত, তারপর শুঁড় দিয়ে পেঁচিয়ে ধরে শূন্যে তুলে মাটিতে আছড়ে ফেলা। ঠিক এভাবেই এক মাহুতকে মেরে ফেলল পোষা হাতি। এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে কেরলের ইদুক্কিতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। মৃত ব্যক্তির নাম বালাকৃষ্ণন। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। কেরলের বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, বেআইনিভাবে জঙ্গল সাফারির ক্ষেত্রে কাজে লাগানো হয় হাতিটিকে। সে কোনও কারণে মেজাজ হারিয়ে মাহুতকে মেরে ফেলেছে। এই বেআইনি জঙ্গল সাফারির আয়োজকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।