- Home
- India News
- Mamata London: লন্ডনে ডোনাদের ফ্ল্যাট দেখলেন মমতা, মর্নিওয়ার্কে কী করলেন মুখ্যমন্ত্রী? দেখুন এক ঝলকে
Mamata London: লন্ডনে ডোনাদের ফ্ল্যাট দেখলেন মমতা, মর্নিওয়ার্কে কী করলেন মুখ্যমন্ত্রী? দেখুন এক ঝলকে
Mamata Banerjee News: বিলেতের মাটি মমতাময়। বিদেশ বিভুঁইয়ে গিয়েও হাঁটা ছাড়েননি বাংলার প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডনে গিয়ে কাজের ফাঁকে হেঁটে বেড়ালেন টেমস নদীর পাশ দিয়ে। তার এই মর্নিং ওয়ার্কের সফর সঙ্গী কে হলেন? জানতে বিশদে পড়ুন…
- FB
- TW
- Linkdin
)
হাঁটতে ভালোবাসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
দেশ হোক আর বিদেশ কিংবা পাহাড় হোক অথবা সমতল মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বা রাজনৈতিক কর্মসূচি মানেই কাজের ফাঁকে হেঁটে হেঁটে জনসংযোগ। লন্ডনে গিয়েও তার অন্যথা করেননি রাজ্যের প্রশাসনিক প্রধান।
তৃণমূল সুপ্রিমোর সফর সঙ্গী সৌরভ পত্নী
লন্ডনের রাস্তায় তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটতে দেখা গেল মহারাজের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কেও। বিদেশ সফরেও সঙ্গীদের নিয়ে প্রাতঃভ্রমণে যান তিনি।
ডোনার সঙ্গে খোশমেজাজে মুখ্যমন্ত্রী
সৌরভ পত্নী তথা বিখ্যাত নৃত্য়শিল্পী ডোনার সঙ্গে মুখ্যমন্ত্রীর সখ্যতার কথা কারও অজাানা নয়। কিন্তু টেমসের পারে দেখা গেল অন্য ছবি। বাংলার মুখ্যমন্ত্রীকে লন্ডনে নিজেদের ফ্ল্যাট চেনালেন ডোনা গঙ্গোপাধ্যায়।
বাপুজিকে শ্রদ্ধার্ঘ বাংলার মুখ্যমন্ত্রীর
লন্ডনে গিয়ে পার্লামেন্ট স্কোয়ারে গান্ধীমূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সফরসঙ্গীদের সঙ্গে লন্ডনের রাস্তায় মুখ্যমন্ত্রী
বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্য়ালয়ের অনুষ্ঠানে বক্তব্য রাখার আগে সফরসঙ্গীদের সঙ্গে লন্ডনের রাস্তায় হেঁটে বেড়ালেন মুখ্যমন্ত্রী। ঘুরে দেখলেন চারপাশ।
লন্ডনের রাস্তায় জনসংযোগ মমতার
মুখ্যমন্ত্রী যেখানেই যান না কেন ঘুরে দেখেন সেখানকার চারপাশ। বিলেত সফরে গিয়েও সকাল বিকেল কাজের ফাঁকে সময় পেলেই হাঁটতে বেড়িয়ে পড়ছেন তিনি।
লন্ডনে ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর
হাতে বেশি সময় নেই। চারদিনের বিদেশ সফরে লন্ডনে ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
লন্ডনের প্রকৃতির সঙ্গে সময় কাটালেন মুখ্যমন্ত্রী
লন্ডনের রাস্তাায় ঘুরতে ঘুরতে দাঁড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী। বলেন, মাঝে একটা পার্ক পেয়ে একটু দৌড়েও নেবেন। আর একটু ব্যাক ওয়াকও।
শিল্প সম্মেলনের পর হাঁটতে বেরোন মমতা বন্দ্যোপাধ্যায়
লন্ডনে শিল্প সম্মেলনের পরেই হাঁটতে বেরিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরে দেখলেন বিগ বেন, হন্টনের রাস্তা। আবার বলতেও শোনা গেল, ‘’আমাদের ওখানে ইকোপার্কে সব আছে।''
সদা হাসি মুখেই লন্ডনের ঘুরলেন মমতা
স্বল্প কয়েক দিনের সফরে লন্ডনের এ প্রান্ত থেকে প্রান্ত হাসি মুখেই কাটালেন তৃণমূল সুপ্রিমো। মেটালেন ছবি তোলার আবদার। আরও কত কী…