Tahawwur Rana News: দীর্ঘ টালবাহানা, আইনি লড়াইয়ের পর ভারতে ফিরেছে মুম্বই হামলার অন্যতম কুচক্রী তাহাউর রানা। এক সপ্তাহ আগেই দেশে ফিরিয়ে আনা হয়েছে ২৬/১১ মুম্বই হামলার মাস্টারমাইন্ডকে। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…                          

Tahawwur Rana News: দীর্ঘ টালবাহানা, আইনি লড়াইয়ের পর ভারতে ফিরেছে মুম্বই হামলার অন্যতম কুচক্রী তাহাউর রানা। এক সপ্তাহ আগেই দেশে ফিরিয়ে আনা হয়েছে ২৬/১১ মুম্বই হামলার মাস্টারমাইন্ডকে (Tahawwur Rana News)। ভারতে আসার পর পাক বংশোদ্ভুত কানাডিয়ান নাগরিকের এখন ঠিকানা দিল্লির NIA দফতরের গারদের একটা ছোট্ট কুঠুরি। সেখানেই ২৪X৭ নজরবন্দি তাহাউর।

এনআইএ হেফাজতে কীভাবে দিন কাটছে তাহাউরের? (Tahawwur Rana News):-

সর্বভারতীয় বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে নামাজ, কোরান পড়েই সময় কাটাচ্ছেন মুম্বই হামলায় অভিযুক্ত সন্ত্রাস।

সূত্রের খবর, এর জন্য NIA-এর গোয়েন্দাদের কাছে তিনটি জিনিস চেয়ে পাঠিয়েছিলেন তাহাউর রানা। জানেন সেই তিনটি জিনিস কী কী? বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন...

1. কোরান

2. কাগজ

3. পেন

জানা গিয়েছে, NIA হেফাজতে বন্দি থাকলেও রানা কোনও বিশেষ সুবিধা পাচ্ছেন না। এই বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক আধিকারিক সংবাদ সংস্থা 'PTI'-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এনআইএ-র জেলে আর পাঁচজন সাধারণ বন্দিদের মতই দিন কাটছে তাহাউরের। তাকে দীর্ঘক্ষণ জেরা করা হচ্ছে। এমনকি তাকে জেলের আর বাকি বন্দিদের মতোই সাধারণ খাবার খেতে দেওয়া হচ্ছে। অন্য কোনও খাবার বা অন্য কিছুর বায়না এখনও পর্যন্ত করেনি মুম্বই হামলার এই মূলচক্রী।

সূত্রের খবর, NIA হেফাজতে নজরবন্দি হওয়ার পর থেকেই দিনের বেশিরভাগ সময় চুপচাপই থাকছে তাহাউর। শুধু নামাজ পড়ার জন্য তদন্তকারী অফিসারদের কাছে কোরানের কপি চেয়েছিল সে। এছাড়াও তাকে একটি কাগজ ও পেন দেওয়ারও অনুরোধ জানিয়েছিল তাহাউর। তবে কোরান ও কাগজ দিলেও পেন দেওয়ার পর থেকেই আরও কড়া প্রহরায় রয়েছে তাহাউর রানা। কারণ, এই পেনের সাহায্যে তাহাউর যাতে নিজের কোনও ক্ষতি করতে না পারে তার জন্য সর্বক্ষণ তাকে নজরে রাখা হচ্ছে।

অন্যদিকে, রানাকে জেরা করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে তদন্তকারী আধিকারিকদের হাতে। এনআইএ-র গোয়েন্দারা জানতে পেরেছেন তাহাউরের সঙ্গে ডেভিড কোলম্যান হেডলির কীসম্পর্ক ছিল, তাকে জেরা করে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ঘোরা, কীভাবে তার সঙ্গে হেডলির পরিচয় তা জানার চেষ্টা করছে তদন্তকারী।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।