BJP Women President: বাংলার পর এবার জাতীয় রাজনীতিতে বিজেপির উত্তরসূরি কে হবেন? দলের অন্দরেই চলছেই একাধিক নাম নিয়ে জলঘোলা। বিশদে  জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

BJP Women President: সর্বভারতীয় সভাপতি হিসেবে জেপি নাড্ডার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল ২০২৩ সালের জানুয়ারি মাসে। তারপরও নাড্ডার সভাপতি পদে মেয়াদ বাড়িয়ে দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই অতিরিক্ত মেয়াদও শেষের পথে। তাহলে এবার কে হবেন বিজেপির জাতীয় সভাপতির পরবর্তী উত্তরসূরি? ফের কাকে বেছে নেওয়া হবে এই পদে? বিজেপির অন্দরে একাধিক নাম ঘোরাফেরা করলেও সূত্রের খবর, এবার মহিলা নেত্রীকেই জাতীয় সভাপতি বাছতে চলেছে গেরুয়া শিবির। নামের তালিকাও ঠিক হয়ে গিয়েছে। আর এই তালিকার হিট লিস্টে রয়েছে তিন হেভিওয়েট মহিলা প্রার্থীর নাম।

জানা গিয়েছে, এই পদের জন্য বেশ কয়েকজন নারী রাজনীতিবিদকে বিবেচনা করা হচ্ছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নির্মলা সীতারামন, ডি পুরন্দেশ্বরী এবং ভানাথি শ্রীনিবাসন প্রধান দাবিদার হিসেবে উঠে এসেছেন। এই তিন নেত্রীই তাদের রাজনৈতিক অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতার জন্য পরিচিত। দলের অন্দরে চলছে জোর জল্পনা, কে হতে চলেছেন পরবর্তী শীর্ষ নেত্রী।

বিজেপির জাতীয় সভাপতির পদ নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন এই পদে দৌড়ের জন্য অন্যতম প্রধান দাবিদার হিসেবে উঠে এসেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের নাম। সম্প্রতি, দলের সদর দফতরে বর্তমান বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষের সঙ্গে তাঁর উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানেই এই বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, নির্মলা সীতারমনের নাম সবথেকে আগে প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসছে। তাঁর এতদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং নেতৃত্বের সম্ভাবনাকে এর পিছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। একজন অভিজ্ঞ মন্ত্রী হিসেবে তিনি অর্থ ও প্রতিরক্ষা সহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন এবং এখনও সামলাচ্ছেন। রাজনৈতিক মহলের ধারণা, তাঁর এই অভিজ্ঞতা এবং দক্ষ নেতৃত্বকে কাজে লাগাতে জাতীয় সভাপতি হিসেবে তাঁকে বাছা হতে পারে।

যদি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে বিজেপির শীর্ষ পদে নিয়োগ করা হয়, তাহলে তা দলের জন্য একাধিক কৌশলগত সুবিধা নিয়ে আসতে পারে বলে রাজনৈতিক মহলেj ধারনা। তাঁর এই পদোন্নতি বিশেষ করে দক্ষিণ ভারতে বিজেপির প্রভাব বিস্তারে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, সীতারমনের নেতৃত্ব নারী নারী সংরক্ষণ বিল-এর সঙ্গে দলের প্রতিশ্রুতির প্রতিফলন ঘটাবে, যেখানে লোকসভায় ৩৩ শতাংশ নারী সংরক্ষণের কথা বলা হয়েছে। এই বিলটি পরবর্তী সীমানা নির্ধারণ (ডিলিমিটেশন) প্রক্রিয়ার পরেই কার্যকর হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে নির্মলা সীতারমনের পাশাপাশি এই তালিকায় রয়েছে আরও দুই দাবিদার। তাঁরা হলেন- ডি পুরন্দেশ্বরী এবং ভানাথি শ্রীনিবাসন। ডি পুরন্দেশ্বরী অন্ধ্রপ্রদেশের বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। একজন বহুভাষী নেত্রী হিসাবে, পুরন্দেশ্বরীর রাজনৈতিক মহলে বহুল পরিচিত। পুরন্দেশ্বরী "অপারেশন সিঁদুর"-এর প্রতিনিধি দলের জন্যও নির্বাচিত হয়েছিলেন।

এছাড়াও ভানাথি শ্রীনিবাসন হলেন তামিলনাড়ু থেকে আসা এই আইনজীবী-রাজনীতিবিদ বর্তমানে রাজ্যের বিধানসভায় কোয়েম্বাটোর দক্ষিণের প্রতিনিধিত্ব করছেন। ১৯৯৩ সালে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে বনতি রাজ্য সম্পাদক, সাধারণ সম্পাদক এবং তামিলনাড়ুর সহ-সভাপতি সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০২০ সালে তাঁকে বিজেপি মহিলা মোর্চার জাতীয় সভাপতি নিযুক্ত করা হয় এবং ২০২২ সালে তিনি বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য হন। যা উল্লেখযোগ্যভাবে এই পদে প্রথম তামিল মহিলা হিসেবে তিনি নিযুক্ত হয়েছিলেন।


আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।