- Home
- World News
- International News
- Modi At Trinidad: ত্রিনিদাদে ২ দিনের সফরে নমো, প্রধানমন্ত্রীকে 'বিহার কন্যা' বলে সম্বোধন মোদীর
Modi At Trinidad: ত্রিনিদাদে ২ দিনের সফরে নমো, প্রধানমন্ত্রীকে 'বিহার কন্যা' বলে সম্বোধন মোদীর
Narendra Modi: ব্রিকস সম্মেলন শেষে একগুচ্ছ দেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুতে তার এই বিদেশ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
- FB
- TW
- Linkdin
Follow Us

ত্রিনিদাদ সফরে মোদী
এক ঐতিহাসিক সফরে ত্রিনিদাদ ও টোবাগোতে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর এই ২ দিনের সফরে তাঁকে ক্যারিবীয় দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান "দ্য অর্ডার অফ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো" প্রদান করা হবে। ১৯৯৯ সালের পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ত্রিনিদাদ ও টোবাগো সফরে গেলেন।
মোদীকে স্বাগত জানাতে বিমানবন্দরে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে পিয়ারকো আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ-বিসেসর। একেবারে ভারতীয় পোশাকে সজ্জিত ছিলেন তিনি। এছাড়াও তার সম্পূর্ণ মন্ত্রিসভা, ৩৮ জন মন্ত্রী এবং চারজন সংসদ সদস্যও প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।
মোদীকে সর্বোচ্চ সম্মান প্রদান
ত্রিনিদাদ ও টোবাগোর রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান হিসেবে ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয় "অর্ডার অফ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো"। এটি "ট্রিনিটি ক্রস" সম্মানের স্থলাভিষিক্ত হয়েছে, যা দেশের প্রতি অসাধারণ সেবার জন্য প্রদান করা হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এই সম্মান দেওয়া হবে বলে জানা গিয়েছে।
২ দিনের সফরে মোদী
সরকারি সূত্রে খবর, ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ-বিসেসরের আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩ ও ৪ জুলাই এই দেশ সফর করেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
"বিহারের কন্যা" বলে সম্বোধন
ত্রিনিদাদ ও টোবাগোতে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদেশের প্রধানমন্ত্রী কমলা প্রসাদ-বিসেসরকে "বিহারের কন্যা" বলে অভিহিত করেন।
ত্রিনিদাদের মাটিতে ভারতীয় সংস্কৃতি
এছাড়াও মোদী ত্রিনিদাদ ও টোবাগোর পোর্ট অফ স্পেন-এ একটি ঐতিহ্যবাহী ভোজপুরি চৌতাল পরিবেশনা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি এটিকে "একটি অমূল্য সাংস্কৃতিক সংযোগ" হিসেবে অভিহিত করেছেন।
ভারতের সঙ্গে সম্পর্কে জোর
মোদী দুই দেশের মধ্যে, বিশেষ করে ভারতের পূর্বাঞ্চলীয় উত্তর প্রদেশ এবং বিহারের সঙ্গে ত্রিনিদাদ ও টোবাগোর গভীর সম্পর্কের ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন যে, এই ধরনের সাংস্কৃতিক আদান-প্রদান দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধনকে আরও সুসংহত করে। চৌতাল পরিবেশনাটি উভয় দেশের মানুষের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক যোগসূত্রকে তুলে ধরেছে বলেও জানান তিনি।
ত্রিনিদাদের সঙ্গে বিহার যোগ
প্রধানমন্ত্রী মোদী বলেন যে, ‘’কমলা প্রসাদ-বিসেসরের পূর্বপুরুষদের আদি নিবাস ছিল ভারতের বিহার রাজ্যের বক্সার জেলায়, যে স্থানটি তিনি নিজেও পরিদর্শন করেছেন।'' তিনি আরও বলেন, "মানুষ তাঁকে বিহারের কন্যা হিসেবেই গণ্য করে। বিহারের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য কেবল ভারতের জন্যই নয়, সমগ্র বিশ্বের জন্যই গর্বের বিষয়।''