সংক্ষিপ্ত
'পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীর ফিরিয়ে আনা থেকে ভারত সরকারের দেওয়া যেকোনো নির্দেশ কার্যকর করতেই এখন প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী।' হুঁশিয়ারি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর
'পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীর ফিরিয়ে আনা থেকে ভারত সরকারের দেওয়া যেকোনো নির্দেশ কার্যকর করতেই এখন প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী।' মঙ্গলবার এমনই হুঁশিয়ারি দিলেন উত্তর সেনার কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি আরও বলেন বর্তমানে পরিস্থিতির যে যে বিষয়গুলি ভারত সরকারকে ভাবাচ্ছে সেই বিষয়গুলি নিয়ে খুব শিগ্রই কার্যকরী পদক্ষেপ নেবে ভারতীয় সেনা। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে ভারত সরকার যখন যেমন নির্দেশ দেবে তখন তেমন নির্দেশ পালন করতে সর্বদা প্রস্তুত থাকবে ভারতীয় সেনা।
সংবাদ সংস্থা এএনআইকে দ্বিবেদী জানান ,'ভারতীয় সেনা সবসময় ভারত সরকারকে নিশ্চিত করেছে যে যুদ্ধ পরবর্তী কোনো চুক্তি তারা কখনও ভঙ্গ করবে না। উভয় দেশের স্বার্থ বিঘ্নিত হয় এমন কাজ ভারতীয় সেনা কখনও কোনোদিন করবে না। তবে কোনো দেশ যদি সেই চুক্তি লঙ্ঘন করে তবে তাকে উপযুক্ত জবাব দিতেও ছাড়বে না ভারতীয় সেনা। আমাদের দেশের ৫০ শতাংশ জনসংখ্যাই ২৫ বছরের কম বয়সী। আমরা যদি অগ্নিবীর হিসেবে তাদের দলবদ্ধ করি। কিছু অগ্নিবীরকে আধা সামরিক এবং কিছুকে পুলিশ বাহিনীতে নিই তাহলেই আমাদের দেশে অনেক সুরক্ষিত থাকবে। '
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অংশগুলি পুনরুদ্ধার করার ইঙ্গিত দেওয়ার কয়েক সপ্তাহ পরেই দ্বিবেদী এই বিবৃতি দেন। ২৭ শে অক্টোবর, রাজনাথ সিং বলেছিলেন যে পাকিস্তান ভারতের পিঠে ছুরি মেরেছে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে কাশ্মীরের কিছু অংশে মানুষের নৃশংস অত্যাচার করছে।
তিনি আরও বলেন ,'আমরা পিওকে অঞ্চলে ্কাশ্মীরিদের বেদনা অনুভব করতে পারি। আমরা কাশ্মীরের উন্নয়ন শুরু করেছি এবং আমরা গিলগিট এবং বাল্টিস্তানে না পৌঁছানো পর্যন্ত আমাদের সামরিক অভিযান থামাবো না। সিং আরও দাবি করেন যে কাশ্মীরিয়াতের নামে ভারতে লস্কর সন্ত্রাসীদের ইন্ধন জোগানো হচ্ছে। এই সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই। এই জঙ্গিদের একমাত্র লক্ষ্য ভারতকে শেষ করা। কিন্তু ভারতীয় সেনাবাহিনী কখনোই সেটি মেনে নেবে না।'
আরও পড়ুনঃ
বুধবার আফতাবের পলিগ্রাফ টেস্ট হবে, জানুন কী ভাবে হয় এই কঠিন পরীক্ষাটি
অসম-মেঘালয় সীমান্তে তুমুল উত্তেজনা, বনরক্ষী সহ মৃত ৬, বন্ধ ইন্টারনেট