প্রেমের জন্য নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে বিবাহিত এক যুবতী স্বামীর দ্বিতীয় বিবাহের খবরে হতবাক। স্বামীর সকল স্ত্রীর সাথে বহুবিবাহ মেনে নিয়ে সংসার করার জন্য যুবতীর অনুরোধ।

এক যুবতী প্রেমিককে বিয়ে করার জন্য নিজের পরিবার ও ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেছিলেন। কিন্তু, এখন ইসলাম ধর্মে বহুবিবাহের অনুমতি থাকায়, তাকে স্বামীর সব স্ত্রীর সঙ্গে একসঙ্গে সংসার করতে হবে বলে জানানো হয়েছে। বিয়ের বাড়িতে হুলস্থুল কাণ্ড ঘটেছে, এখন যুবতী কী করছেন দেখুন..

বিহারের গয়া জেলার শেরঘাটি থানা এলাকার সুমালি মহল্লায় এক মহিলা স্বামীর দ্বিতীয় বিবাহের খবর পেয়ে তাঁর বাড়িতে গেলে হুলস্থুল কাণ্ড ঘটে। মহিলা নিজেকে যুবকের প্রথম স্ত্রী বলে দাবি করলেও তাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। এরপর তিনি হৈচৈ শুরু করলে, সেখানে লোকজন জড়ো হয়।

প্রেমের টানে ধর্মান্তর

ভোপালের খুশবু নামের এক মহিলা প্রেমের টানে ধর্মান্তরিত হয়ে ২০২০ সালের ৫ আগস্ট রিজভি নামের এক যুবককে মুসলিম রীতিতে বিয়ে করেন। বিয়ের পর কিছুদিন সব ঠিকঠাকই ছিল। কিন্তু পরে তাদের মধ্যে ঝগড়া শুরু হয় এবং মামলা আদালতে যায়। যদিও, দুজনেই আপোষ করে সম্পর্ক পুনরায় শুরু করেন।

স্বামীর দ্বিতীয় বিবাহ:

খুশবু জানান, তিনি প্রথমে শেরঘাটিতে এসে ছয় দিন স্বামীর সঙ্গে ছিলেন, কিন্তু গত ৬ মাস ধরে তাঁর স্বামী তাঁর থেকে দূরে আছেন। এখন স্বামীর দ্বিতীয় বিবাহের খবর পেয়ে সরাসরি শ্বশুরবাড়িতে যান। সেখানে শ্বশুরবাড়ির লোকজন তাকে বাড়িতে ঢুকতে না দেওয়ায় তিনি প্রতিবাদ শুরু করেন। হুলস্থুল বাড়তে দেখে কেউ পুলিশে খবর দেয়। পুলিশ এসে খুশবুকে থানায় নিয়ে যায়। বর্তমানে মামলা পুলিশ ও আদালতে বিচারাধীন।

ভোপালে চাকরি করতেন খুশবু:

খুশবু আগে ভোপালে চাকরি করতেন। কিন্তু বিয়ের পর সব ছেড়ে স্বামীর উপর নির্ভরশীল হয়েছেন বলে জানান। ইসলামে একাধিক বিবাহের অনুমতি থাকলে, তিনি তা মেনে নিয়েছেন। স্বামীর দ্বিতীয় স্ত্রীর সঙ্গে একই স্বামীর সংসার করতে রাজি বলে জানা গেছে। হুলস্থুলের পর শ্বশুরবাড়ির লোকজন তাকে বাড়িতে নিয়ে যান। রবিবার যুবকের দ্বিতীয় বিবাহের অনুষ্ঠান। থানার অফিসার অজিত কুমার জানান, এখন মেয়েটি শ্বশুরবাড়িতে আছে।