সংক্ষিপ্ত
- মুম্বই থেকে পুণে যাচ্ছিলেন এক তরুণী
- উবার বুক করেন তিনি
- যানজটের কারণে মাঝপথে ঘুমিয়ে পড়েন চালক
- যাত্রী নিজেই গাড়ি চালিয়ে গন্তব্যে পৌঁছন
ঘুমিয়ে পড়েছিলেন ক্লান্ত উবার চালক। যাত্রী নিজেই মুম্বই থেকে গাড়ি চালিয়ে পুনায় গেলেন। এমন ঘটনার কথা উল্লেখ করেছেন এক যাত্রী।
আরও পড়ুন: নতুন বাড়িতে থাকতে এসেছেন দম্পতি, অর্ভ্যত্থনায় এগিয়ে এল ১৫০টি সাপ
২৮ বছরের মহিলা ওই যাত্রী জানান তীব্র যানজটের কারণে মাঝপথেই ঘুমিয়ে পড়েছিলেন চালক। এই অবস্থায় গন্তব্যে পৌছঁনোর তাঁরা ছিল যাত্রীর। তাই নিজেই গাড়ির স্টিয়ারিং হাতে তুলে নেন ওই মহিলা।
প্রায় ১২ থেকে ১৪ ঘণ্টায় কাজ করতে হয় উবার চালকদের। সেকারণে অনেক সময়ই চালক ক্লান্ত রয়েছেন বলে অভিযোগ ওঠে। এমন এক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন ওই মিহলা যাত্রী। ঘুমন্ত চোখে চালকের গাড়ি চালান দেখে রীতিমত ভয় পাচ্ছিলেন তিনি।
আরও পড়ুন: সংসদের নিরাপত্তা জোনে ভাঙল ব্যারিকেড, জঙ্গি হামলার অ্যালার্টে তৎপর নিরাপত্তাবাহিনী
তেজস্বিনী দিব্যা নাইক নামে এই যাত্রী জানান বেলা একটা নাগাদ তিনি উবার বুক করেন। তেজস্বিনীর কথায়, ক্লান্ত চালকের ভিড় রাস্তায় মাঝেমধ্যেই চোখ বুজে আসছিল। এই অবস্থায় ওই মহিলা যাত্রী নিজেই গাড়ির স্টিয়ারিং হাতে নেন। গন্তব্যে পৌঁছে উবারকে ভাড়া দিতে অস্বীকার করেন ওই যাত্রী। এদিকে গোটা ঘটনায় উবার দুঃখপ্রকাশ করলেও মহিলাকে কোনও ক্ষতিপূরণ দেয়নি।