- Home
- India News
- লক্ষ্মীর ভাণ্ডারকে জোর টেক্কা, প্রত্যেক মহিলাকে ১১ হাজার টাকা দিচ্ছে মোদী সরকার! এভাবে করুন আবেদন
লক্ষ্মীর ভাণ্ডারকে জোর টেক্কা, প্রত্যেক মহিলাকে ১১ হাজার টাকা দিচ্ছে মোদী সরকার! এভাবে করুন আবেদন
দুর্দান্ত খবর মহিলাদের জন্য। এবার লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি মোদী সরকারেরও তরফ থেকেও মিলবে টাকা। ১ হাজার, ২ হাজার নয়! কড়কড়ে ১১ হাজার টাকা পাবেন মহিলারা। কীভাবে আবেদন করবেন জানেন! রইল বিস্তারিত তথ্য

ভারত সরকার (Government of India) মহিলাদের স্বাস্থ্য ও অর্থনৈতিক স্বাধীনতা বাড়াতে নানা প্রকল্প চালু করেছে। PMMVY Yojana বা প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা (PM Matru Vandana Yojana) এর মধ্যে অন্যতম।
এই সরকারি প্রকল্প গর্ভবতী ও প্রসবোত্তর মহিলাদের আর্থিক সাহায্য প্রদান করে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো মা ও শিশুর পুষ্টি এবং চিকিৎসা নিশ্চিত করা ও প্রসবকালীন মৃত্যুহার কমানো। সারা দেশের লক্ষ লক্ষ মহিলা ইতিমধ্যেই এই প্রকল্পের এর সুবিধা পেয়েছেন।
যোগ্য মহিলারা আবেদন করর পরই সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়। কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন, কিভাবে টাকা পাবেন, বিস্তারিত জেনে নিন।
গর্ভবতী মহিলাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারেরও (Government of West Bengal) ও এই ধরনের প্রকল্প রয়েছে যেখানে সন্তান প্রসব হলে ৬০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়। কেন্দ্র সরকারের এই প্রকল্পে মোট ১১০০০ টাকা পর্যন্ত পাওয়া যায়।
এই প্রকল্পটি কেন্দ্র সরকারের উদ্যোগে সন্তানসম্ভবা ও স্তন্যদানকারী মহিলাদের উন্নয়নের জন্য চালু করা হয়েছিল। মহিলাদের গর্ভাবস্থা ও প্রসবের সময় বিভিন্ন রকম জটিলতার সৃষ্টি হয়। তাই গর্ভবস্তায় মহিলাদের পুষ্টিকর খাবার খাওয়া ও নিয়মিত মেডিকেল চেকআপের জন্য আর্থিক সহায়তার প্রয়োজনে দেওয়া হয় এই টাকা।
প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় কারা পাবেন এই সুবিধা?
প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা প্রধানত প্রথমবার মা হওয়া মহিলাদের জন্য। দ্বিতীয় সন্তান কন্যা হলে অতিরিক্ত সাহায্য মেলে। SC, ST, প্রতিবন্ধী এবং আয়ুষ্মান ভারতের সুবিধাভোগীরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। বয়স কমপক্ষে ১৯ বছর হতে হবে। সন্তান জন্মের ২৭০ দিনের মধ্যে আবেদন করতে হয়। দেশের যেকোনো যোগ্য মহিলা এতে অংশ নিতে পারেন।
কত টাকা সাহায্য পাওয়া যায়?
PMMVY-এর আওতায় মোট ১১,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রথম সন্তানের জন্য ৫,০০০ টাকা তিন কিস্তিতে পাওয়া যায়। প্রথম কিস্তি গর্ভাবস্থায় নিবন্ধনের পর। দ্বিতীয় কিস্তি ছয় মাসের গর্ভে চেকআপের পর। তৃতীয় কিস্তি প্রসবের পর এবং টিকা দেওয়ার পর। দ্বিতীয় সন্তান কন্যা হলে অতিরিক্ত ৬,০০০ টাকা যোগ হয়।
কোন কিস্তিতে ক টাকা পাওয়া যায়?
প্রথম সন্তানের জন্য মোট ৫,০০০ টাকা তিন ভাগে দেওয়া হয়। প্রথম কিস্তি ১,০০০ টাকা গর্ভের প্রথম তিন মাস অতিক্রান্ত হলে দেওয়া হয়। দ্বিতীয় কিস্তির ২০০০ টাকা অন্তত একবার প্রসবপূর্ব পরীক্ষার পর। তৃতীয় কিস্তির টাকা শিশুর জন্ম নিবন্ধন ও প্রথম টিকার পর দেওয়া হয়। এই টাকা পুষ্টিকর খাবার ও চিকিৎসার জন্য দেওয়া হয়।
কিভাবে আবেদন করবেন?
প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা আবেদন অনলাইন ও অফলাইনে দুইভাবেই করা যায়।
অনলাইনে আবেদন করতে অফিসিয়াল ওয়েবসাইট এ যান।
ফর্ম পূরণ করে জমা দিন।
অফলাইনে আবেদন করতে আঙ্গনওয়াড়ি কেন্দ্র বা স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
অনুমোদনের পর DBT-এর মাধ্যমে সরাসরি ব্যাংক একাউন্টে টাকা আসে।
প্রয়োজনীয় ডকুমেন্টসের তালিকা
আবেদনের জন্য রেশন কার্ড দরকার।
ব্যাঙ্ক পাসবুকের কপি জমা দিন।
আধার কার্ড বা পরিচয়পত্র অপরিহার্য।
গর্ভাবস্থার মেডিকেল রিপোর্ট লাগবে।
মাতৃ-শিশু স্বাস্থ্য কার্ডও প্রয়োজন।
সবকিছু যাচাইয়ের পর সুবিধা শুরু হয়।
আবেদন করার পর আবেদন গৃহীত হতে কিছুটা সময় নেয়। এই অবস্থায় আবেদনের কয়েকদিন পর অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করে আপনার আবেদনের স্ট্যাটাস দেখুন। আঙ্গনওয়াড়ি কর্মীদের সঙ্গে যোগাযোগ করুন। হেল্পলাইন নম্বরে কল করুন। টাকা আসার SMS পাবেন। যেকোনো সমস্যায় স্থানীয় অফিসে যান। দ্রুত সমাধান পাওয়া যায়।

