দারুণ খবর! আড়াই গুণ বাড়ল ভাতা, প্রতি মাসে রাজ্যের মহিলারা পাবেন ২৫০০ টাকা করে
বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বৃদ্ধির জল্পনার মাঝে, বিজেপি সরকারের নতুন প্রকল্পের কথা সামনে এল। ১৮-৬০ বছর বয়সী মহিলারা মাসে ২৫০০ টাকা পেতে পারেন। ৩ লক্ষ টাকার কম বার্ষিক আয়ের পরিবারের মহিলারা সুবিধা পাবেন। এই ভাতা চলু হবে দিল্লিতে।

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালু করেছে বাংলায়। বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে কন্যাশ্রী, যুবশ্রীর মতো নানান ভাতা চালু আছে। তেমনই রাজ্য চালু আছে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা প্রতি মাসে পেয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার।
বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার বাবদ সাধারণ জাতির মহিলারা ১০০০ এবং তপশিলি জাতির মহিলারা ১২০০ টাকা করে পেয়ে থাকেন। তবে বহুদিন ধরে এই ভাতা বৃদ্ধির কথা এসেছে খবরে। অনেকেই দাবি করেছেন দ্বিগুণ হচ্ছে ভাতা। অনেকের মনে চলতি বছরেই সাধারণ জাতির মহিলারা ১৫০০ এবং তপশিলি জাতির মহিলারা ১৮০০ টাকা করে পাবেন।
বাংলার লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি নিয়ে যখন চলছে জল্পনা, তখনই প্রকাশ্যে এল আরও এক চাঞ্চল্যকর খবর। এবার জানা যাচ্ছে, সরকারি প্রকল্পের অধিনে মহিলারা মাসে পাবেন ২৫০০ টাকা করে। এই ভাতা দেবে বিজেপি সরকার।
যে সকল মহিলাদের বয়স ১৮ থেকে ৬০-র মধ্যে তারা পাবেন ভাতা। তেমনই যাদের বার্ষিক পারিবারিক আয় ৩ লক্ষ টাকা বা তার কম তারাই পাবেন সুবিধা। যাদের প্রয়োজনীয় নথিপত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড, বিপিএল কার্ড এবং আয়ের শংসাপত্র আছে তারাই আবেদন করতে পারেন এই যোজনার জন্য।
মহিলাদের মাসে মাসে ২৫০০ টাকা করে দেবে দিল্লির সরকার। সেখানে স্থানীয় বাসিন্দারা একমাত্র আবেদন করতে পারেন এই ‘মহিলা সমৃদ্ধি যোজনা’র জন্য। তাই আপনি যদি এই তালিকা ভুক্ত হন তাহলে দেরি না করে আবেদন করুন।
এদিক আবার অগস্ট থেকে মহিলাদের ৫০০০ টাকা করে দেবে ঝাড়খণ্ড সরকার। দুটি কিস্তিতে দেওয়া হবে টাকা। ২০২৫-২৬ অর্থবর্ষে ২৪টি জেলার জন্য ৯৬০৯ কোটি টাকা বাজেট করা হয়েছে। ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সরকার শীঘ্রই মহিলাদের জন্য এই বড় উপহার আনছে। প্রকল্পের নাম মাইয়া সম্মান যোজনা। যাতে লক্ষ্মীর ভাণ্ডারের ৫ গুণ টাকা পাবেন মহিলারা।

