সংক্ষিপ্ত
কুস্তিগীরদের বিক্ষোভের প্রতি সমর্থনের কথা জানিয়েছিল কৃষকদের সংগঠন। এবার পাল্টা কৃষকদের আন্দোলনে যোগ দিলেন কুস্তিগীর ভিনেশ ফোগট। শম্ভু সীমানায় ২০০ দিন ধরে চলছে কৃষকদের আন্দোলন। ন্যূনতম সহায়ক মূল্যের আইনি প্রতিশ্রুতির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। শনিবার কৃষকদের আন্দোলনের ২০০-তম দিনে তাঁদের পাশে দাঁড়ালেন ভিনেশ। তিনি কৃষকদের আন্দোলনে যোগ দিয়ে বলেন, ‘আমি সৌভাগ্যবান যে কৃষক পরিবারে জন্ম হয়েছে। আমি আপনাদের বলতে চাই যে আপনাদের মেয়ে আপনাদের সঙ্গে আছে। আমাদেরই নিজেদের অধিকারের পক্ষে দাঁড়াতে হবে। কারণ, অন্য কেউ আমাদের পাশে থাকবে না। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, আপনাদের দাবি পূরণ হোক। আপনাদের যেন অধিকার না নিয়ে ফিরতে না হয়।’
কৃষকদের দাবির সঙ্গে একতম ভিনেশ
কৃষকদের পাশে দাঁড়িয়ে ভিনেশ আরও বলেছেন, ‘কৃষকরা নিজেদের অধিকারের দাবিতে এখানে ২০০ দিন ধরে বসে আছেন। সরকারের কাছে আমার আবেদন, কৃষকদের দাবি পূরণ করা হোক। এটা অত্যন্ত দুঃখজনক যে ২০০ দিন ধরে কৃষকদের কথা শোনা হয়নি। কৃষকদের দেখে আমরা অনেক শক্তি পাই। ন্যায়বিচারের দাবিতে কৃষকদের দাবির প্রতি আমার সমর্থন আছে।’
ফেব্রুয়ারি থেকে চলছে কৃষকদের আন্দোলন
১৩ ফেব্রুয়ারি থেকে শম্ভু সীমানায় অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন কৃষকরা। তাঁরা দিল্লির দিকে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু পুলিশ তাঁদের বাধা দেয়। এই কারণে শম্ভু সীমানাতেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। তাঁদের এই আন্দোলনের প্রতি সমর্থনের কথা জানিয়েছেন ভিনেশ। তিনি হরিয়ানায় বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী হতে পারেন বলে জল্পনা চলছে। কৃষকদের আন্দোলনে এই কুস্তিগীরের যোগদান সেই জল্পনা উস্কে দিয়েছে। ভিনেশ কয়েকদিনের মধ্যেই কংগ্রেসে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
কংগ্রেসে যোগদানের জল্পনা, হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন ভিনেশ ফোগট?
২০৩২ পর্যন্ত খেলার পরিকল্পনা, অবসরের সিদ্ধান্ত বদলাচ্ছেন ভিনেশ ফোগট?
ইউপিএ থেকে এনডিএ- কৃষক ভোটব্যাঙ্ক পেতে কীভাবে বেড়েছে এমএসপি, দেখুন বিস্তারিত তথ্য