Bangladesh : এটাই ইউনূসের বাংলাদেশ! ভাইরাল যশোরের হামাসের কায়দায় ভিডিও! দাবী, বার্ষিক নাটকের অংশ!
বাংলাদেশে প্রকাশ্যে আইএস জঙ্গী সংগঠনের কায়দায় বক্তৃতা! আরবি ভাষায় মঞ্চে বক্তৃতা! যশোরের রামনগর এলাকার রাজারহাট-এর ঘটনা! নেট মাধ্যমে ভাইরাল যশোরের এই ভিডিও। ভিডিও ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।
বাংলাদেশে প্রকাশ্যে আইএস জঙ্গী সংগঠনের কায়দায় বক্তৃতা! আরবি ভাষায় মঞ্চে বক্তৃতা! যশোরের রামনগর এলাকার রাজারহাট-এর ঘটনা! নেট মাধ্যমে ভাইরাল যশোরের এই ভিডিও। ভিডিও ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। দাবি করা হচ্ছে, এটি একটি মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠানের ভিডিও। 'যেমন খুশি সাজো' অনুষ্ঠানের ভিডিও। অনুষ্ঠানের আয়োজক যশোরের জামিয়া ইসলামিয়া মাদ্রাসা।