সংক্ষিপ্ত
Bangladesh News: বাংলাদেশে অব্যাহত নৈরাজ্য। নতুন বছরেও মেলেনি ইসকন সন্ন্যাসী চিন্ময়প্রভুর জামিন। পদ্মাপারের অশান্তির আবহে ফের প্রকাশ্যে এলো সেদেশের আরও একটি প্রতিহিংসার ঘটনার ছবি। পদত্যাগী প্রধানমন্ত্রী হাসিনার দলের হয়ে কথা বলায় অপরাধ! জানুন….
Bangladesh News: বাংলাদেশে অব্যাহত নৈরাজ্য। নতুন বছরেও মেলেনি ইসকন সন্ন্যাসী চিন্ময়প্রভুর জামিন। পদ্মাপারের অশান্তির আবহে ফের প্রকাশ্যে এলো সেদেশের আরও একটি প্রতিহিংসার ঘটনার ছবি। পদত্যাগী প্রধানমন্ত্রী হাসিনার দলের অর্থাৎ আওয়ামী লীগের হয়ে মামলা লড়ায় বাংলাদেশে ৮৪ জন আইনজীবীকে জেলে পাঠাল ইউনূস সরকার।
জানা গিয়েছে, রবিবার বাংলাদেশের একটি আদালত ৮৪ জন আইনজীবীকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে। বিভিন্ন মামলা লড়ায় এদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। যদিও বাংলাদেশ হাইকোর্টের নির্দেশে ৮৪ জন আইনজীবীই জামিনে মুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। এদিকে জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই রবিবার তাঁরা নিম্ম আদালতে আত্মসমর্পণ করে।
বিচারকের কাছে ওই আইনজীবীরা আর্জি জানান, তাঁদের জামিনের মেয়াদ আরও বাড়িয়ে দেওয়া হোক। তাঁরা এদিন বাংলাদেশের নিম্ম আদালতে আত্মসমর্পণ করেন। জানা গিয়েছে, ঘটনায় সরকারি পক্ষের আইনজীবীদের দাবি, তারা পালিয়ে যেতে পারেন। এরপরই বিচারক জাকির হোসেন ওই ৮৪ জন আইনজীবীকে জেলে পাঠানোর নির্দেশ দেন। তবে তাঁদের মধ্যে ৯ জনকে জামিন দেওয়া হয়েছে। জামিনে মুক্ত ঢাকার আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাইদ সাগর। তিনি ছাড়া জামিনে মুক্ত বাকি আটজন মহিলা আইনজীবী বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, গত বছর ৬ অগাস্ট বাংলাদেশের মোট ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযোগ তাঁরা আদালতের বাইরে হাসিনার নামে জয়ধ্বনি দিয়েছেন। সেই কারণেই ওই ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অন্যদিকে জেলে পাঠানো আইনজীবীদের মধ্যে রয়েছে ঢাকা বার অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুর রহমান মানিক। মাহবুবুর রহমান, গাজী শাহ আলম।
জানা গিয়েছে, জেলবন্দি এই সব আইনজীবীদের মুক্তির দাবিতে রবিবার আদালতে আবেদন জানিয়েছিলেন আইনজীবী মোরশেদ হোসেন শাহীন। কিন্তু আওয়ামী পন্থী আইনজীবীদের জন্য জামিনের সওয়াল করায় পাল্টা তার বিরুদ্ধে দায়ের করা হয় মামলা। এই মামলায় অন্যতম অভিযুক্ত তথা প্রাক্তন এমপি আইনজীবী সনজিদা খানম জানান, আইনের শাসন বলে বাংলাদেশে কিছু নেই। যে যা পারছে তাই করছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।