সংক্ষিপ্ত

এবার বাংলাদেশে ভ্রমণ সংক্রান্ত একাধিক বিষয়ে সতর্কতা জারি করল ব্রিটেন সরকার। 

যুক্তরাষ্ট্রের ‘ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)’ মঙ্গলবার, এই সতর্কতা জারি করে প্রয়োজন ছাড়া বাংলাদেশে কিছু জায়গায় ভ্রমণ এড়ানোর জন্য নাগরিকদের নির্দেশ দিয়েছে। এদিন ব্রিটেনের বিদেশ মন্ত্রক একটি প্রেস বিবৃতি দিয়ে এফসিডিও-র এই সতর্কতার কথা উল্লেখ করেছে।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় করেই সেই দেশে বসবাসকারী ব্রিটেনের নাগরিকদের জন্য এহেন একটি সতর্কতা জারি করা হয়েছে। ঢাকায় ব্রিটেনের দূতাবাস মঙ্গলবার, তাদের নাগরিকদের জন্য একই ধরনের একটি সতর্কতা জারি করেছিল। সেই সতর্কবার্তায় পরিষ্কার বলা হয়েছিল, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বেজায় উদ্বেগজনক।

এই পরিস্থিতিতে সেই দেশে বিদেশিদের উপর জঙ্গি হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই আশঙ্কা করেই বাংলাদেশের কয়েকটি স্পর্শকাতর জায়গায় ভ্রমণের ক্ষেত্রে সতর্ক করা হচ্ছে তাদের।

নতুন সরকারের শাসনকালে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ব্যাপক পরিমাণে অত্যাচার শুরু হয়েছে। বিভিন্ন ধর্মীয় স্থানে হামলা এবং ভাঙচুরের ঘটনা সামনে আসছে। তবে নভেম্বরের শেষদিক থেকে পরিস্থিতি যেন আরও সঙ্গিন হয়ে উঠেছে। বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি এবং সেই দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগে গত কয়েকদিন ধরেই দুই দেশের সাধারণ মানুষের মধ্যে মারাত্মক উত্তেজনা তৈরি হয়েছে।

ফলে, দিকে দিকে শুরু হয়ে গেছে বিক্ষোভ এবং প্রতিবাদ। সেই আঁচ এসে পড়েছে ভারতবর্ষেও। সংখ্যালঘুদের উপর আক্রমণের নিন্দা জানিয়েছেন ভারতীয় জনগণ। দিল্লীর তরফ থেকে ঢাকাকে বারবার অনুরোধ করা হয়েছে যে, সেই দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। যদিও বাংলাদেশ দাবি করেছে, সেই দেশের সংখ্যালঘুরা নিরাপদেই আছেন।

স্বামী চিন্ময়কৃষ্ণ ছাড়াও বাংলাদেশে আরও কয়েকজন সন্ন্যাসীকে গ্রেফতার করেছে সেই দেশের পুলিশ। অভিযোগ উঠছে, তাদের মধ্যে কেউ কেউ আবার জেলে চিন্ময়কৃষ্ণের সঙ্গে দেখা করতে গেছিলেন। কেউ আবার খাবার পৌঁছে দিতে গিয়ে গ্রেফতার হয়েছেন পুলিশের হাতে। শুধু ভারত নয়, বাংলাদেশের অস্থির পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করেছে এবার ব্রিটেনও।

এমনকি, বাংলাদেশে সংখ্যালঘু নেতাদের গ্রেফতারির প্রসঙ্গ উঠেছে ব্রিটেনের পার্লামেন্টে। বিরোধী কনজ়ারভেটিভ দলের সাংসদরা এই বিষয়ে সংসদে আলোচনার দাবিও জানান। সেই আবহেই এবার ব্রিটেন তাদের নাগরিকদের সতর্ক করল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।