সংক্ষিপ্ত
- পথে ঘাটে ভিক্ষুকদের ভিক্ষা চাইতে দেখলে প্রণাম ঠোকেন অনেকেই
- যখন তখন ভিক্ষুকদের টাকা চাওয়ার বিষয়টি অনেকের কাছেই বিরক্তিকরও হয়ে ওঠে
- অনেকে আবার ইচ্ছে থাকলেও উপায় করে উঠতে পারেন না খুচরো না থাকার কারণে
- তবে এবার থেকে মোবাইল অ্যাপেই ভিক্ষা দিতে পারবেন ভিক্ষুকদের
পথে ঘাটে ভিক্ষুকদের ভিক্ষা চাইতে দেখলে প্রণাম ঠোকেন অনেকেই, যখন তখন ভিক্ষুকদের টাকা চাওয়ার বিষয়টি অনেকের কাছেই বিরক্তির কারণ হয়ে ওঠে। অনেকে আবার ইচ্ছে থাকলেও উপায় করে উঠতে পারেন না খুচরো পয়সার সমস্যার জন্য। অর্থাৎ খুচরো পয়সা থাকে না বলে খালি হাতেই তাদের ফিরিয়ে দিতে হয়।
তবে এবার আর আপনিই চাইলেও কিন্তু আর সেই অজুহাতে বিষয়টি আর এড়িয়ে যেতে পারবেন না। কারণ ভিক্ষুকরাও এখন মোবাইল অ্যাপের মাধ্যমে টাকা নিচ্ছেন। বিষয়টি অবাক করা মনে হলেও সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে চিনে।
বাণিজ্যিক সারোগেসি রুখতে লোকসভায় পেশ হল বিল, ঘনিষ্ঠ আত্মীয়কেই হতে হবে সারোগেট মা
জট কাটিয়ে ভারতের জন্য আকাশপথ খুলে দিল পাকিস্তান
চিনের সাংহাই-এ এই ঘটনায় রীতিমতো হতবাক নেটিজেনরা। হাউ উ নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শেয়ার করেছেন তাঁর অভিজ্ঞতার কথায তাঁর কথায়, রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া শেষ করার পর পানীয় হাতে হাঁটতে হাঁটতে এক ভিক্ষুক তাঁকে কিছু অর্থ সাহায্য করার আবেদন জানান। তখন তিনি বলেন চিনে আর কেউ এখন নগদ টাকা বহন করে না। তার উত্তরে ওই ব্যক্তি বলেন তাঁক কাছে কিউআর কোড রয়েছে। তার কাছে সেই কিউ আর কোড থেকে ওই ব্যক্তি কার্যত হতবাক। তাঁর সেই অভিজ্ঞতার কথাই সোশ্যআল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।