সংক্ষিপ্ত
ব্রিটিশ রাজপরিবারের বধূ, প্রয়াত লেডি ডায়নার পুত্রবধূ কেট মিডলটন অত্যন্ত জনপ্রিয়। কিন্তু এবার তিনি অনুরাগীদের জন্য খারাপ খবর দিলেন।
ক্যান্সারে আক্রান্ত ব্রিটিশ রাজপরিবারের বধূ, প্রিন্স অফ ওয়েলশ কেট মিডলটন। তিনি নিজেই এক ভিডিও বার্তায় এই খবর জানিয়েছেন। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তাঁর কেমোথেরাপি চলছে বলেও জানিয়েছেন প্রিন্স অফ ওয়েলশ। এ বছরের জানুয়ারিতে তাঁর অস্ত্রোপচার হয়। এরপর থেকেই তিনি প্রকাশ্যে আসছিলেন না। ফলে তাঁর স্বাস্থ্য নিয়ে যেমন উদ্বেগ তৈরি হয়, তেমনই নানা জল্পনাও চলতে থাকে। শেষপর্যন্ত প্রিন্স অফ ওয়েলশ নিজেই যাবতীয় জল্পনা-কল্পনার অবসান ঘটালেন। তিনি ভিডিও বার্তায় জানিয়েছেন, ‘আমি এখন ভালো আছি। প্রতিদিন আমি আরও শক্তিশালী হয়ে উঠছি।’ তাঁর এই ভিডিও বার্তার পর আলোচনা অন্যদিকে মোড় নিয়েছে।
অস্ত্রোপচারের পর থেকেই চলছে কেমোথেরাপি
কেনসিংটন প্যালেসের পক্ষ থেকে প্রকাশ করা ভিডিওতে প্রিন্স অফ ওয়েলশ জানিয়েছেন, ‘আমার পেটে অস্ত্রোপচারের আগে পর্যন্ত ক্যান্সারের কথা জানতাম না। অস্ত্রোপচারের পর যখন নানা পরীক্ষা করা হয়, তখন ক্যান্সারের কথা জানা যায়। এরপর চিকিৎসকরা বলেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমার কেমোথেরাপি নেওয়া উচিত। আমার এখন সেই চিকিৎসাই চলছে। আমার অস্ত্রোপচারের পর বহু মানুষ শুভেচ্ছা জানিয়েছেন, পাশে থেকেছেন। আমি তাঁদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। গত ২ মাস আমাদের পরিবারের জন্য খুব কঠিন সময় ছিল। তবে চিকিৎসকরা আমার খুব যত্ন নিয়েছেন। এর জন্য আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ।’
সন্তানদের জন্য চিন্তায় কেট
পারিবারিক অবস্থা সম্পর্কে প্রিন্স অফ ওয়েলশ জানিয়েছেন, ‘আমার সন্তানরা ছোট। ওদের যাতে কোনওরকম সমস্যা না হয়, তার জন্য আমি ও উইলিয়াম সবরকমভাবে চেষ্টা করছি। জর্জ, শার্লট ও লুইসকে সবকিছু বোঝাতে সময় লেগেছে। ওদের আশ্বস্ত করেছি যে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠব। ওরা যাতে ভালো থাকে, সেই চেষ্টাই করছি।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
নয়নতারা ফুলের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা, ডায়াবেটিস ক্যান্সার-সহ আরও রোগ থেকে মুক্তি দেয় এই ফুল